শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
Saturday, 20 April, 2024

যুক্তরাষ্ট্রের মতো ব্যাংক বন্ধের পরিস্থিতি হয়নি: মসিউর রহমান

কূটনৈতিক প্রতিবেদক
  15 Mar 2023, 20:34
প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান

বাংলাদেশের ব্যাংকগুলোতে আর্থিক খাতে দুর্বলতা থাকলেও ব্যাংক বন্ধ করার পরিস্থিতি হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। বুধবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) এক সেমিনারের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ অভিমত দেন। 

যুক্তরাষ্ট্রে সম্প্রতি তিন দিনের মাথায় অন্তত দুটি ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে এ ধরনের পরিস্থিতির আশঙ্কা আছে কি না, জানতে চাইলে মসিউর রহমান বলেন, ‘যেটা ফেল করেছে, এটা একটা সত্য ঘটনা। যেটা ফেল করেনি, তার দুর্বলতা থাকতে পারে। আমাদের ব্যাংকের আর্থিক খাতের দুর্বলতা থাকতে পারে, কিন্তু সেই দুর্বলতা এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি।’

রিজার্ভের পরিমাণ সম্পর্কে জানতে চাইলে মসিউর রহমান বলেন, ‘রিজার্ভটাকে দেখতে হবে, আমদানির জন্য কত ব্যয় হবে তার একটা প্রজেক্টর। রপ্তানি থেকে রেমিট্যান্স কত আয় করতে পারব, সেটা দেখতে হবে।’

আয়-ব্যয়ের সম্পর্ককে বিবেচনায় নিলে রিজার্ভ কত হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘বিনিময় হারটা একটা সহনশীল স্থিতিশীল পর্যায়ে রাখতে হবে। সে জন্য রিজার্ভ খুব বেশি নেমে যাওয়া ঠিক না, আবার খুব বেশি রাখাও ঠিক না। আবার সোর্স ব্যবহার না করে রেখে দেবেন, দুটোর কোনোটাই ঠিক না। তবে এ সংখ্যাটা অর্থনীতির অবস্থার সঙ্গে কিছু কমবেশি হয়।’

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য পরিবেশ কতটা সহায়ক, জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সেটা নির্ভর করবে কোন ধরনের পণ্য উৎপাদন করতে চায় তার ওপর। যেমন বাংলাদেশে যদি কেউ বৈদ্যুতিক গাড়ি খাতে বিনিয়োগ করতে চায়, তাহলে সেই সুযোগ সে পেতেও পারে। কিন্তু দেখতে হবে এটাতে বিনিয়োগ করার মতো বাস্তবতা আছে কি না। কারণ, বাংলাদেশে উচ্চপ্রযুক্তির পণ্যের বাজারটা খুব ছোট। আবার রপ্তানি করতে গেলে বৈশ্বিক বাজারে তাকে প্রতিযোগিতা করতে হবে। অতএব একদিক থেকে বিনিয়োগ পরিবেশ আছে, আবার নেই।

মসিউর রহমান বলেন, যদি কেউ শিল্প বা ব্যবসা-বাণিজ্য করে সম্পদ তৈরি করে, তাহলে সে সম্পদের বিনিয়োগের সুযোগ থাকতে হবে। যদি আমদানি-রপ্তানি ব্যবসায় সম্পদ আহরণ করে, তাহলে মূল্য সঠিক রাখার জন্য আমাদের এক্সচেঞ্জ রেট যেটা আছে, বিনিময় হারটা স্থিতিশীল কিন্তু বাস্তবসম্মত রাখতে হবে।

এর আগে তিনি বিস আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিআইআইএসএস আয়োজিত ‘গিগ ইকোনমি অ্যান্ড বাংলাদেশ: অপরচুনিটিজ, চ্যালেঞ্জ অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনারের সভাপতিত্ব করেন পলিসি গবেষণা ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান জায়েদি সাত্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন।

Comments

  • Latest
  • Popular

মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

ভোট দিতে একসঙ্গে ঢালিউডের ‘তিন কন্যা’

ইসরায়েলে পাল্টা হামলার বিষয়ে যা জানাল ইরান

শিশু হাসপাতালে আগুন: স্বজনদের আতঙ্ক কাটেনি

সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন: অর্থমন্ত্রী মাহমুদ আলী

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

শনিবার কোথায় কখন গ্যাস থাকবে না, জানাল তিতাস

১০
মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা
রাজধানীর শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর শিশু হাসপাতালের ৫ম তলায় কার্ডিয়াক বিভাগে আগুন লেগেছে।  শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ১টা ৪৫ মিনিটে
শিশু হাসপাতালে আগুন: স্বজনদের আতঙ্ক কাটেনি
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আগুনের ঘটনায় অসুস্থদের স্বজনদের আতঙ্ক কাটেনি। এদের কেউ
সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি
প্রচণ্ড গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এ অবস্থায় সারাদেশে ৩ দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'