
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফ্লাইটটি ঢাকা বিমানবন্দরে অবতরণ করে।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান।
এর আগে সকাল ৯টা ৫৮ মিনিটে ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সিলেটে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট বেলা ১১টা ১৩ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা বেলা ১১টা ৫০ মিনিটে ফ্লাইট থেকে নামেন। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান।
বিমানবন্দরে ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ করে নেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু।
২০০৭ সালের জানুয়ারিতে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির মামলায় আটক হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দি ছিলেন তারেক রহমান।
মুক্তি পাওয়ার পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে যান। এরপর দীর্ঘ ১৭ বছর তিনি সেখানেই ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটসহ আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিমানবন্দরের বের হওয়ার গেট থেকে ৩০০ ফিট এলাকায় সমাবেশস্থল পর্যন্ত সড়কের দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান রয়েছে।
তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হয়েছেন। পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলে ৩০০ ফিটে সংবর্ধনাস্থলের দিকে রওনা দেবেন তারেক রহমান। তার জন্য আগে থেকেই একটি বাস প্রস্তুত করে রাখা হয়।
সমাবেশস্থল থেকে খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। পরে গুলশানের বাসায় যাবেন তিনি।
Comments