শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
Saturday, 19 April, 2025

জুন–জুলাইয়ে ভোটের কর্মপরিকল্পনা, অক্টোবরের আগে দলগুলোর সঙ্গে আলোচনা: ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাডিপ্লোমেটডটকম
  16 Apr 2025, 19:15
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আজ বুধবার দুপুরে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আগামী সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতি সম্পর্কে জানান ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্য ধরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাক্‌–প্রস্তুতিমূলক কাজগুলো গুছিয়ে জুন–জুলাইয়ে কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে। আর আগামী অক্টোবরের আগে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবে ইসি।
আজ বুধবার দুপুরে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, দলগুলোর সঙ্গে মতবিনিময় আগস্ট–সেপ্টেম্বর বা সম্ভব হলে তার আগে করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, তা এখনো ঠিক হয়নি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন হবে। ইসিও বলে আসছে, সরকারঘোষিত এই সময়সীমা অনুযায়ী ‘আর্লিয়েস্ট টাইম’ বা ডিসেম্বরকে ধরে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমান ইসি দায়িত্ব নেওয়ার পর থেকে একটি নিজস্ব কর্মপরিকল্পনা ধরে এগোচ্ছে। সে কর্মপরিকল্পনার বহিঃপ্রকাশ হিসেবে প্রাথমিক পর্যায়ে আসনের প্রশাসনিক বিন্যাসের তথ্য, ভোটার তালিকার তথ্য সংগ্রহ করে নিবন্ধনপ্রক্রিয়া একটি পর্যায়ে আনা হয়েছে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইনের সংশোধনী নিয়ে সরকারের সিদ্ধান্ত পাওয়া গেলে আসনের সীমানা নির্ধারণের কাজ মাস তিনেকের মধ্যে শেষ করা যাবে বলে আশা করছে ইসি।
আনোয়ারুল ইসলাম বলেন, আগামী তিন মাসের মধ্যে প্রাক্‌–প্রস্তুতিমূলক কাজ মোটামুটিভাবে শেষ হয়ে যাবে। তাঁরা আশা করছেন আগামী জুন–জুলাইয়ের দিকে মুদ্রিত কর্মপরিকল্পনা, যেটি নির্বাচনের আগে ইসি প্রকাশ করে, সেটা ছাপা হবে।
ডিসেম্বরকে ঘিরেই নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, সরকারঘোষিত সময়সীমা ঘিরেই তাঁরা এগোচ্ছেন। সেটি হচ্ছে ডিসেম্বর।
আরেক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করতে হবে। তাঁরা নতুন যেসব দল নিবন্ধন পাবে এবং পুরোনো দল—সবাইকে নিয়ে মতবিনিময় করতে চান। নিবন্ধনের কাজ শেষ করা না হলে নতুন রাজনৈতিক দলগুলোর ভেতরে কষ্ট থাকবে। সেদিক বিবেচনা করে, ইসি সঠিক সময়ে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে।
এই নির্বাচন কমিশনার জানান, নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবে ইসি। সেটা হবে অক্টোবরের আগে, আগস্ট-সেপ্টেম্বরে হতে পারে বা সম্ভব হলে এর আগে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবেন তাঁরা।
আরেক প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, ২০ এপ্রিল পর্যন্ত দলের নিবন্ধনের জন্য আবেদন করার সময় আছে। এখন পর্যন্ত তিনটি দল আবেদন করেছে। নিবন্ধনের সময় বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
বিদ্যমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তাতে নির্বাচন করা সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, তিনি মনে করেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে। আরও ছয় মাস, আট মাস সময় পাওয়া গেলে পরিস্থিতি আরও ভালো হবে বলে মনে করে ইসি।

Comments

  • Latest
  • Popular

আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয়  পররাষ্ট্র উপদেষ্টা

অপরাধে জড়িত থাকার অভিযোগে ২ মাসে আড়াই হাজার গ্রেপ্তার

সংস্কার কর্মসূচির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন

পাকিস্তানের ক্ষমা চাওয়াসহ তিন বিষয়ে সুরাহা চেয়েছে বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি

টাইম সাময়িকীর প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় অধ্যাপক ইউনূস

জুন–জুলাইয়ে ভোটের কর্মপরিকল্পনা, অক্টোবরের আগে দলগুলোর সঙ্গে আলোচনা: ইসি

আমরা একেবারেই সন্তুষ্ট নই: মির্জা ফখরুল

বাংলাদেশের গণতন্ত্র নিয়ে প্রশ্নের জবাবে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর

আগামীকাল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব

১০
আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয়  পররাষ্ট্র উপদেষ্টা
মিয়ানমারের রাখাইন রাজ্যের জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মিকে সম্পৃক্ত করা ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব
সেনা সদরের ব্রিফিং / অপরাধে জড়িত থাকার অভিযোগে ২ মাসে আড়াই হাজার গ্রেপ্তার
দেশে গত দুই মাসে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত ২ হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক / আমরা একেবারেই সন্তুষ্ট নই: মির্জা ফখরুল
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বিএনপি একেবারেই সন্তুষ্ট নয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের
নেচে-গেয়ে হাজারো মানুষ অংশ নিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়
নেচে-গেয়ে হাজারো মানুষ অংশ নিল ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’য়। এবারের পয়লা বৈশাখের এই বর্ণিল শোভাযাত্রার প্রতিপাদ্য—‘নববর্ষের
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'