মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫
Tuesday, 08 April, 2025

গাজায় গণহত্যা: সারা দেশে ‘নো ওয়ার্ক, নো স্কুল', ইসরায়েলকে লাল কার্ড

বিশ্বব্যাপী ডাকা এই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় চলছে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি
বিডিনিউজ
  07 Apr 2025, 16:18

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে রাজধানীতে ঢাকা বিশ্বিবিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীরা স্লোগানে স্লোগানে বিক্ষোভ দেখিয়েছেন।
বিশ্বব্যাপী ডাকা এই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় চলছে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি ।
সকাল ১০টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কেন্দ্রীয় শহীদ মিনার, শাহবাগ, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট, কুরিল বিশ্বরোডম নতুনবাজারসহ ঢাকার আরো কিছু জায়গায় বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে।

এছাড়া, বিকালে বিক্ষোভ ও মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে রেখেছে কয়েকটি ছাত্র সংগঠন।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এদিন পাঠদান ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ রাখা হয়েছিল বলে জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন।

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় মিছিল অংশ নেওয়াদের হাতে ছিল ‘শো ইসরায়েল দ্য রেড কার্ড’ লেখা প্ল্যাকার্ড।
বিজয় নগর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। ইসরাইলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের উপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে তাদের স্লোগানে।

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভকারীদের হাতে ছিল নানা কথায় লেখা প্ল্যাকার্ড।
কেন্দ্রীয় শহিদ মিনারে সামনে কর্মসূচি পালন করেছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। বাড্ডায় পথে নামে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা দ্রুত ফিলিস্তিন ও ইসরায়েলের এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করার দাবি জানিয়ে স্লোগান তোলেন।
বেলা সাড়ে ১১টার দিকে গুলশানে যুক্তরাষ্ট্রের দূতাবাস এলাকায় মিছিল বের করে একদল শিক্ষার্থী। নতুন বাজরের কাছে মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন তারা। সেখানে ঘণ্টাখানেক অবস্থানের পরে নতুন বাজারের মূল সড়কের একপাশ খুলে দেওয়া হয়।

দূতাবাসের সামনে অবস্থান নিতে দেখা গেছে সেনা বাহিনীর সদস্যদেরও। সেখানে গিয়ে দেখা গেছে পথ চলতি মানুষদের তল্লাশি করা হচ্ছে। ফুটপাতে বা রাস্তায় কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না।
গাজায় গণহত্যা বন্ধ না করা পর্যন্ত ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ নামে বিশ্বজুড়ে শিক্ষাঙ্গনে ‘ধর্মঘটের’ কর্মসূচি ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন ও মাঠপর্যায়ের কর্মীরা।‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ঘোষণা আসে রোববার।
অবরুদ্ধ ভূ-খণ্ড গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ও পরীক্ষা বর্জন, অফিস আদালত বন্ধ রাখার জন্য আহ্বান জানায় ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র শিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠনও শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোও এই কর্মসূচির সঙ্গে সংহতি জানান।

এদিকে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়।
শিক্ষার্থীদের এই কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ফেইসবুকে পোস্ট দেন অন্তবর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
দুপুর সোয়া ১২টার পর দেওয়া ওই পোস্টে আসিফ লিখেছেন, “নো ওয়ার্ক, নো স্কুল' “সলিডারিটি। নট গোয়িং টু জয়েন ওয়ার্ক টুডে।"

জাতীয় নাগরিক পার্টির সংগঠক রফিকুল ইসলাম আইনী জানিয়েছেন, গাজায় ইসরাইলের আগ্রাসন ও ভারতের ওয়াকফ সংশোধনী বিল প্রস্তাবের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
সোমবার বিকাল ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হবে।
গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান জানিয়েছেন, মার্চ ফর প্যালেস্টাইনের আহ্বানে কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিকাল ৪টায় সংহতি এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

অন্যদিকে ছাত্রদল কর্মসূচি পালন করবে মঙ্গলবার। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল সাড়ে ১০টায় দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কালো কাপড় বেঁধে অবস্থান এবং দুপুর ১২টায় রাজধানীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান জানিয়েছেন, সংহতি জানিয়ে রোববার রাতেই রাজধানীর বিজয় নগর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ।

Comments

  • Latest
  • Popular

গাজায় গণহত্যা: সারা দেশে ‘নো ওয়ার্ক, নো স্কুল', ইসরায়েলকে লাল কার্ড

প্রধান উপদেষ্টা নিজেই মার্কিন প্রশাসনের কাছে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন

যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

৮ লাখের মধ্যে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত যাওয়ার যোগ্য: মিয়ানমার

সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য এড়িয়ে যাওয়ার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর

মোদির সঙ্গে বৈঠকে হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ তুললেন ইউনূস

যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: বিমসটেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা

ব্যাংককে ইউনূস-মোদি বৈঠক শুরু

ব্যাংককে অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আজ

ট্রাম্পের শুল্ক বাংলাদেশ ও শ্রীলঙ্কার পোশাক ব্যবসায়ীদের ওপর বড় ধাক্কা

১০
জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
ঢাকায় জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে আটটায়
চাঁদ দেখা গেছে, কাল ঈদ
বাংলাদেশের আকাশে আজ রোববার ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার
রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থলে মাত্রা ছিল ৭–এর ওপরে
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টা ২৫ মিনিটে এ
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ সকালে সাভারে
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'