বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
Wednesday, 29 January, 2025

নির্বাচনমুখী প্রক্রিয়া গ্রহণের যাত্রা শুরু হয়ে গেছে : ড. আসিফ নজরুল

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোমেটডটকম
  29 Oct 2024, 23:34

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, নির্বাচনমুখী প্রক্রিয়া গ্রহণ করার কার্যক্রম শুরু হয়ে গেছে।

সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে বৈঠকের পর আজ সাংবাদিকদের বিফ্রিংকালে আইন উপদেষ্টা এ কথা বলেন। 

তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটি গঠন হয়ে গেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের স্বাক্ষরের পর প্রজ্ঞাপন হয়ে যাবে। তিনি বলেন, হয়তো ইতোমধ্যে স্বাক্ষর হয়ে থাকতে পারে। না হলে শিগগিরই হয়ে যাবে। সার্চ কমিটি হয়ে গেলে ইসি গঠন হয়ে যাবে।

তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া গ্রহণ শুরু হয়েছে।

সার্চ কমিটি কত সদস্যের হবে, এ প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, আইনে যা বলা আছে, তা-ই হবে। তিনি আরও বলেন, ভোটার তালিকা নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে। বিগত কয়েকটি নির্বাচন ছিল ভুয়া। তাই ভোটার তালিকা নিয়ে তেমন কথা হয়নি। এবার ভোটার তালিকা হালনাগাদ করা হবে। একটি স্বচ্ছ ভোটার তালিকা করা হবে। অন্তর্বর্তী সরকার একটি সুন্দর নির্বাচন দেবে বলে উল্লেখ করেন তিনি।

আসিফ নজরুল বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক এসেছিলেন।

অন্তর্বর্তী সরকারের প্রতি জাতিসংঘ তাদের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে। ফলকার টুর্ক সরকারের সংস্কার কাজে সন্তোষ প্রকাশ করেছেন। তবে তিনি দুটি প্রত্যাশার কথা জানিয়েছেন। এক. বিচার বিভাগ স্বাধীন করা। দুই. মৃত্যুদ- রহিত করা।

আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশের প্রধান বিচারপতি বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত প্রস্তাব দিয়েছেন। আমরা এটিকে নীতিগতভাবে গ্রহণ করেছি।  ড. আসিফ নজরুল বলেন, ‘আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, বিচার বিভাগ সংস্কার কার্যক্রম শুরু করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে টুর্ক বেশি প্রশ্ন করেছেন। তিনি মৃত্যুদ- রহিত করার কথা বলেছেন। তিনি বলেছেন, এটা রহিত করার সুযোগ আছে কিনা। আমরা বলেছি, বর্তমান বাস্তবতায় মৃত্যুদ- রহিতের সুযোগ নেই। পেনাল কোডে মৃত্যুদ-ের কথা বলা আছে। হুট করে এটা পরিবর্তনের সুযোগ নেই।’

ড. আসিফ নজরুল বলেন, যে ফ্যাসিস্ট সরকার হাজার হাজার শিক্ষার্থী মেরেছে, তাদের বিচারকে সামনে রেখে মৃত্যুদ- বাতিল করার সুযোগ বিদ্যমান বাস্তবতায় নেই। এটা প্রত্যাশা করার সুযোগ নেই।

ড. আসিফ নজরুল বলেন, ‘জাতিসংঘ সারা পৃথিবীতে মৃত্যুদণ্ড রহিতের কথা বলে। কিন্তু অল্প দেশই তা রদ করেছে। এটা তাদের প্রতিশ্রুতি, তারা সেটা বলবে। মৃত্যুদ- রহিত অতীতের কোনো সরকারও করেনি।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত ব্যক্তিদের সব ধরনের আইনি অধিকার দেয়া হবে বলেও উল্লেখ করেন ড. আসিফ নজরুল। জাতিসংঘ বাংলাদেশের মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে তাগিদ দিয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, সরকার চাইলে জাতিসংঘের কাছ থেকে ফরেনসিক বা কারিগরি সহযোগিতা নেবে। সুবিচার করা হবে। কোনো অবিচার হবে না। আগে যেমন অবিচার হয়েছে, এবার তা হবে না।

এরআগে ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক শেষে ফলকার টুর্ক সাংবাদিকদের বলেন, আইন উপদেষ্টার সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার নিয়ে তার কথা হয়েছে। দুটি বিষয় একে অপরের সঙ্গে সম্পৃক্ত। বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের উদ্যোগ নিয়েছে, এ ক্ষেত্রে মানবাধিকার যেন নিশ্চিত করা হয়, সে বিষয়ে কথা হয়েছে বলে জানান তিনি।

টুর্ক বলেন, ‘জুলাই গণহত্যার বিষয়ে তথ্যানুসন্ধান কমিটি কাজ করছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। আমাদের প্রধান কার্যালয় পুরো বিষয় পর্যবেক্ষণ করছে।’

Comments

  • Latest
  • Popular

কূটনৈতিক উৎকর্ষের স্বীকৃতি পেলেন ঢাকায় নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত

রেলওয়ের কর্মীদের কর্মবিরতির ডাক

মোদি-ট্রাম্প ফোনালাপ, কৌশলগত অংশীদারত্ব এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি

একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না ইসলামী আন্দোলন ও বিএনপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সাত কলেজ

এবার চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপি মহাসচিব

মধ্যরাতে ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৫

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ইতিবাচক সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা 

জি এম কাদেরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নদী ব্যবস্থাপনা নিয়ে ঢাকা-বেইজিং সমঝোতা স্মারক নবায়ন হবে

১০
রেলওয়ের কর্মীদের কর্মবিরতির ডাক
দাবি আদায়ে সারা দেশে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে সোমবার দিবাগত মধ্যরাতের
একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না ইসলামী আন্দোলন ও বিএনপি
ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে বিএনপির মহাসচিবের বৈঠকে তাঁরা ‘ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো পরস্পর আঘাত করে কথা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সাত কলেজ
ঢাকার বড় সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীন থাকছে না। এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে
এবার চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপি মহাসচিব
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'