বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Wednesday, 15 January, 2025

অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  16 Sep 2024, 21:01
অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে: ফখরুল...................................ছবি: সংগৃহীত

অবিলম্বে নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যাদের দায়িত্ব দিয়েছে, তাদের মধ্য থেকে বলা হচ্ছে, নতুন দল তৈরি করতে হবে। নতুন দল তৈরি করার কথা বললে জনগণ কীভাবে বুঝবে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন?

এসময় তিনি মন্তব্য করে আরও বলেন, একটি মহল অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে কাজ শুরু করে দিয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আয়োজনে 'দ্বি-কক্ষ পার্লামেন্ট- উচ্চকক্ষ গঠন' আলোচনায় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

ফখরুল বলেন, একটি মহল অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে চায়, এর জন্য তারা কাজ শুরু করে দিয়েছে। তারা নাকি সংস্কার করে দেশটাকে পরিবর্তন করে ফেলবে। তাহলে তো জনগণের দরকার নেই, পার্লামেন্টের দরকার নাই।

তিনি বলেন, নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে দেন। জনগণের মতামতকে প্রাধান্য দিতে হলে অবশ্যই পার্লামেন্ট প্রয়োজন। পার্লামেন্ট না হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। ফলে দ্রুত অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার পর সেই সরকার সিদ্ধান্ত নিবে কোথায় কোন জায়গায় পরিবর্তন করতে হবে। তখন সংবিধান নতুন করে লিখতে হবে নাকি সংশোধন হবে সেটা সংসদ সিদ্ধান্ত নিবে।

বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার বুকের রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশ সম্ভাবনা তৈরি হয়েছে সেটাকে নস্যাৎ করার জন্য একটি কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্য সমাজের গুরুত্বপূর্ণ লোক বিভ্রান্তমূলক কথা বলছে। এই সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্য অনেকে বলছে নতুন দল করতে হবে। আমাদের বিস্মিত লাগে নতুন দল গঠনের দায়িত্ব এদের কে দিয়েছে। তাহলে বলেন জনগণে কিভাবে বুঝবে এরা নিরপেক্ষ কাজ করছে।

বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে হওয়া সব মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের স্বৈরশাসনকে সহায়তাকারীরা এখনো প্রশাসনে রয়ে গেছেন, তাদের অপসারণ করতে হবে। সেই সঙ্গে আন্দোলনে নিহত-আহত ব্যক্তিদের অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান মির্জা ফখরুল।

সভাপতির বক্তব্যে সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব বলেন, নির্বাচন অবশ্যই করতে হবে। তবে সংস্কার ছাড়া নির্বাচন নয়। যারা ফ্যাসিবাদ পতনের জন্য আন্দোলন করে জীবন দিয়েছে তাদের রক্তের প্রতি সম্মান দিয়ে আগে আমাদের সংবিধান সংশোধন ও সরকারি প্রতিষ্ঠান সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, কোন কোন বিষয়ে সংস্কার করতে হবে, সে বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে। কোনটা আগে শুরু করা হবে, সেটা কীভাবে বাস্তবায়ন করা হবে এবং তা কীভাবে টেকসই হয়, তা ভাবতে হবে। কারণ, অর্জন করলেও তা টিকিয়ে রাখা যায় না। যে সংস্কার না করলে এই আন্দোলন ব্যর্থ হতে পারে, সেটা নিয়ে আলোচনার করা দরকার।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব আবু ইউসুফ সেলিম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, সহসভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া ও কে এম জাবির।

Comments

  • Latest
  • Popular

পদত্যাগ করেছেন টিউলিপ

নেত্রকোনায় কলেজ শিক্ষককে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

নেত্রকোনায় বোরো আবাদে ব্যস্ত কৃষকরা এবং হাওরে আবাদ শেষ পর্যায়ে 

এলপিজির নতুন মূল্য নির্ধারণ

কুয়েতে আরও বাংলাদেশর দক্ষ জনবল নিয়োগের আহবান রাষ্ট্রপতির

আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর

ভোটার হালনাগাদ নিয়ে নির্দেশনা দিলো ইসি

বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা

দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পাশে কানাডা

জবি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার

১০
নেত্রকোনায় কলেজ শিক্ষককে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার
নেত্রকোনায় অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক  দীলিপ কুমার রায় হত্যা মামলায়  রুক্কু চৌহান (২৪) নামে এক যুবককে
নেত্রকোনায় বোরো আবাদে ব্যস্ত কৃষকরা এবং হাওরে আবাদ শেষ পর্যায়ে 
নেত্রকোনার ১০ উপজেলার মধ্যে  চারটি বড় হাওরাঞ্চল। এই তিন উপজেলা হলো মোহনগঞ্জ, খালিয়াজুরী,  মদন ও
কুয়েতে আরও বাংলাদেশর দক্ষ জনবল নিয়োগের আহবান রাষ্ট্রপতির
বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগের জন্য কুয়েত সরকারকে আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো.
আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর
আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলাতেও যাবজ্জীবন সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'