সোমবার, ০৬ মে, ২০২৪
Monday, 06 May, 2024

বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে: ভারতীয় হাইকমিশনার

গোপালগঞ্জ প্রতিনিধি
  03 Mar 2023, 17:48
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। শুক্রবার দুপুরে ছবি: ঢাকাডিপ্লোম্যাটডটকম

বাংলাদেশ ও ভারতের উন্নয়নের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের জন্য নন, ভারতীয়দের জন্যও অনুকরণীয়। বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দুই দেশের মানুষ আত্মত্যাগ করেছেন। বাংলাদেশ ও ভারতের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের যে মিল রয়েছে, তা প্রজন্ম থেকে প্রজন্ম অব্যাহত থাকবে।

প্রণয় ভার্মা বলেন, সামাজিক নিরাপত্তা ও মানুষের কল্যাণে বাংলাদেশের যে অগ্রগতি, তা সারা পৃথিবীর কাছে অনুকরণীয়। বাংলাদেশ ও ভারতের উন্নয়নের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে।

প্রণয় ভার্মা আরও বলেন, ‘মার্চ মাস বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মাস। এ মাসে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করা হয়। বঙ্গবন্ধুর জন্মদিন এ মাসেই। বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু অনেক আত্মত্যাগ করেছেন। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’

এর আগে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির জনকের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনায় অংশ নেন তিনি।

এ সময় হাইকমিশনারের স্ত্রী মানু ভার্মা, হাইকমিশনের প্রথম সচিব অনিমেষ, দ্বিতীয় সচিব বৈভব গোনদানী, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Comments

  • Latest
  • Popular

বাংলা নববর্ষ উপলক্ষে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে বর্ণাঢ্য অনুষ্ঠান

বিশ্ব ধাত্রী বা মিডওয়াইফ দিবস : শিশুমৃত্যু রোধে দক্ষ মিডওয়াইফদের ভূমিকা

গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

বাংলাদেশে আশ্রয় নিলেন আরও ৮৮ বিজিপি

ইসরায়েলে বন্ধ আল-জাজিরা

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে

শাহজালালে তিন রাত ৩ ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ

উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

মিল্টন সমাদ্দারের স্ত্রী ডিবি কার্যালয়ে

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা

১০
হলুদ ফুলে পরীর আনন্দ বিলাস
নীল আকাশ আর শুভ্র মেঘ যেন জমিনে নেমেছে। স্থলভূমিতে বিছানো সরিষার হলুদ ফুলের মাদুর। চোখ
দক্ষিণ কোরিয়ায় মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ চলাকালে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি বিধ্বস্ত হলেও এর পাইলট
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির প্রাণহানি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএসএফের গুলিতে রাজিবুল ইসলাম রাজন নামে এক বাংলাদেশির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ২ ডিসেম্বর
বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ ও ভারত আজ দুই দেশের পররাষ্ট্র সচিবের মধ্যে প্রাতিষ্ঠানিক সংলাপ প্রক্রিয়ায় পররাষ্ট্র দপ্তরের পরামর্শ
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'