মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫
Tuesday, 07 October, 2025

বাংলাদেশ-ভারতের মধ্যে সেতুবন্ধ তৈরি করবে স্টার্টআপ: ভারতের হাইকমিশনার

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  30 Sep 2025, 06:07
ঢাকায় ভারতীয় হাইকমিশন ‘স্টার্টআপ কানেক্ট’ শীর্ষক এক নেটওয়ার্কিং সেশনের আয়োজন করে ছবি: ভারতীয় হাইকমিশনের সৌজন্যে

ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ‘স্টার্টআপ কানেক্ট’ প্ল্যাটফর্ম ভবিষ্যৎমুখী সহযোগিতার শক্তির ওপর ভিত্তি করে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন আখ্যান তৈরি করবে।
রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশন আয়োজিত ‘স্টার্টআপ কানেক্ট’ শীর্ষক এক নেটওয়ার্কিং সেশনে এই আশাবাদ ব্যক্ত করেন প্রণয় ভার্মা। অনুষ্ঠানে বাংলাদেশের ৩০টির বেশি শীর্ষস্থানীয় স্টার্টআপের প্রতিষ্ঠাতা ও ইকোসিস্টেমের নেতৃস্থানীয় ব্যক্তিরা একটি নেটওয়ার্কিং সেশনে একত্র হন।
ঢাকায় ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘স্টার্টআপ কানেক্ট’ বাংলাদেশ ও ভারতের স্টার্টআপ খাতে প্রবৃদ্ধিকে গুরুত্ব দিচ্ছে এবং সহযোগিতার নতুন সুযোগ তৈরি করছে। দুই দেশের স্টার্টআপ উদ্যোগ প্রযুক্তি ও উদ্যোক্তাবৃত্তিকে কাজে লাগিয়ে আন্তসীমান্ত সহযোগিতা গড়ে তুলতে পারে এবং ভবিষ্যৎমুখী অংশীদারত্বের মাধ্যমে যৌথ প্রবৃদ্ধির গতি বাড়াতে পারে।
ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধির গুরুত্বের ওপর জোর দিয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, স্টার্টআপের বিভিন্ন উদ্যোগ কেবল উদ্ভাবন ও যুবশক্তির প্রতিফলন নয় বরং কর্মসংস্থান সৃষ্টি ও সমাধান দেওয়ার পাশাপাশি নতুন ধারণা ও অংশীদারত্বের মাধ্যমে দুই দেশকে সংযুক্ত করার সেতুবন্ধ হিসেবেও কাজ করে।
ভারতীয় হাইকমিশনার আশা প্রকাশ করেন, স্টার্টআপ কানেক্ট প্ল্যাটফর্মটি ভবিষ্যৎমুখী সহযোগিতার শক্তির ওপর ভিত্তি করে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন আখ্যান তৈরি করবে।
টেকনোহেভেন কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এমসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাবিবুল্লাহ এন করিম বাংলাদেশের স্টার্টআপ খাতের বিভিন্ন ক্ষেত্রে দ্রুত প্রবৃদ্ধি সম্পর্কে বক্তব্য দেন।  
আইকোরি ও টেন মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা মির্জা সালমান হোসেন বেগ বাংলাদেশে তরুণ উদ্যোক্তাদের জন্য সম্ভাবনা এবং স্টার্টআপ খাতে ভারত ও বাংলাদেশের মধ্যে সফল সহযোগিতার রূপরেখা তুলে ধরেন।
শপআপ বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউর রহিম চৌধুরী বৈশ্বিক প্রযুক্তিগত দক্ষতা অর্জন এবং সর্বোত্তম অনুশীলন গ্রহণ করার ক্ষেত্রে ভারতের সঙ্গে অংশীদারত্বে তাঁর অভিজ্ঞতার কথা বর্ণনা করেন।
এই অনুষ্ঠানটি আসন্ন তামিলনাড়ু গ্লোবাল স্টার্টআপ সামিটের (টিএনজিএসএস) আগে আয়োজন করা হয়। সম্মেলনটি আগামী ৯ ও ১০ অক্টোবর কোয়েম্বাটুরে অনুষ্ঠিত হবে। সেখানে বেশ কয়েকটি বাংলাদেশি স্টার্টআপ অংশগ্রহণ করবে। ভারতের অন্যতম বড় স্টার্টআপ সমাবেশ হিসেবে পরিচিত টিএনজিএসএস এই বছর ৩৯টি দেশের প্রতিনিধিদের একত্র করবে।

Comments

  • Latest
  • Popular

কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর

নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ ‍দূতাবাস উজবেকিস্তানে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

বাংলাদেশ-ভারতের মধ্যে সেতুবন্ধ তৈরি করবে স্টার্টআপ: ভারতের হাইকমিশনার

খাগড়াছড়িতে সহিংসতা নিয়ে সেনাবাহিনীর বিবৃতি

দীর্ঘ জীবনের সূত্র জানালেন শতবর্ষী মাহাথির মোহাম্মদ

খাগড়াছড়িতে কী হচ্ছে, এখন পর্যন্ত যা যা ঘটল

নিউইয়র্ক বিমানবন্দরের ঘটনায় সরকারের গভীর দুঃখ প্রকাশ

নিউইয়র্কে এনসিপি নেতা আখতারকে হেনস্তা করলেন আওয়ামী লীগ নেতা–কর্মীরা, ডিম নিক্ষেপ

বিএনপি মহাসচিবের সাক্ষাৎকার ঘিরে বিতর্ক: জামায়াত, এনসিপিতে তীব্র প্রতিক্রিয়া

১০
পাকিস্তানে সফরে গেলেন স্বরাষ্ট্রসচিব
৯ দিনের সরকারি সফরে পাকিস্তানে গেছেন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি। বুধবার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে
বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সংবেদনশীলতার ভিত্তিতে একটি স্থিতিশীল,
নেপালের জনগণ শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে সক্ষম হবে, প্রত্যাশা বাংলাদেশের
নেপালের উদ্ভূত পরিস্থিতিতে দেশটির সহনশীল জনগণ শান্তি পুনঃপ্রতিষ্ঠা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সক্ষম হবে বলে
নেপালে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বাইরে না যাওয়ার পরামর্শ
নেপালে সহিংস পরিস্থিতির মধ্যে বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'