শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

রোহিঙ্গা নির্যাতন তদন্তে আইসিসিকে সহযোগিতার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর

কূটনৈতিক প্রতিবেদক
|  ০৪ জুলাই ২০২৩, ২০:২৩

রোহিঙ্গা নির্যাতনের ঘটনা তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) সব ধরনের সহায়তা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইসিসির কৌঁসুলি করিম এ. এ. খানের সঙ্গে বৈঠকে তিনি এমন আশ্বাস দিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে আইসিসির কাজের প্রশংসা করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

৪ থেকে ৭ জুলাই পর্যন্ত চারদিনের সফরে দ্বিতীয়বারের মতো ঢাকায় এসেছেন করিম খান। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে পাঁচদিনের সফরে বাংলাদেশে এসেছিলেন করিম।

বুধবার (৫ জুলাই) এবং বৃহস্পতিবার (৬ জুলাই) তিনি কক্সবাজারে থাকবেন। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মাদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করবেন তিনি।