বিরল এক সৌরজগতের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সৌরজগতটিতে বিরল এক জ্যামিতিক সজ্জায় একটি নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে ছয়টি গ্রহ।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, পৃথিবী থেকে ১০০ আলোকবর্ষ দূরে এই সৌরজগতটির অবস্থান। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘এইচডি১১০০৬৭’। বিরল এই সৌরজগতে অনুসন্ধান চালাতে নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট (টিইএসএস) ও ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যারেক্টারাইজিং এক্সোপ্ল্যানেট স্যাটেলাইট (সিএইচইওপিএস) ব্যবহার করা হয়েছে।
ওই গ্রহগুলো এমনভাবে নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, যেখানে একটি গ্রহ তিনবার কক্ষপথ প্রদক্ষিণ করলে পরেরটি করে দুইবার। আবার পরের গ্রহ ছয়বার আবর্তন শেষ করলে পরবর্তী গ্রহ করে একবার। আর এর পরের চারবার আবর্তিত হলে শেষ গ্রহটি আবর্তিত হয় তিনবার। এভাবে পর্যায়ক্রমে চলতে থাকে প্রক্রিয়াটি।
ছয় গ্রহের এমন আবর্তনের নাম দেয়া হয়েছে ‘রেসোনেন্ট চেইন’, যেখানে প্রতিটি গ্রহ তার পরবর্তী গ্রহের গতিবিধি অনুযায়ী পরিচালিত হয়। এ সারিবদ্ধ চেইনের মাধ্যমে এমন প্রক্রিয়া তৈরি হয়েছে যা সাধারণ কক্ষপথের তুলনায় আলাদা।
ইউনিভার্সিটি অব বার্নের অধ্যাপক এবং এ গবেষণার গবেষক হিউ অসবর্ন এক বিবৃতিতে বলেন, ‘আমাদের সৌরজগতের বাইরে আবিষ্কৃত পাঁচ হাজারের বেশি এক্সোপ্ল্যানেটে এমন সারিবদ্ধ ঘূর্ণনের ঘটনা একেবারে বিরল নয়। এমনকি একাধিক গ্রহের ব্যবস্থা থাকার বিষয়টিও প্রথম না। তবে ছয়টি গ্রহের সারিবদ্ধ প্রক্রিয়ায় এমন ছন্দ থাকার বিষয়টি বিরল।’
এইচডি ১১০০৬৭ সৌরজগতের মতো ছন্দবদ্ধ আবর্তনের ঘটনা খুঁজে পেতে অনুসন্ধান চালিয়ে যেতে চান গবেষকরা। ইউনিভার্সিটি অব শিকাগোর গবেষক রাফায়েল লুক জানান, মাত্র এক শতাংশ গ্রহেই এমন ঘটনা দেখা যেতে পারে বলে মনে করেন তিনি। তাই এ বিষয়ে আরও অনুসন্ধান প্রয়োজন।
Comments