কর্মীদের মানসিক স্বস্তির জন্য সপ্তাহে তিনদিন ছুটি দিচ্ছে একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। বিশ্বব্যাপী কর্মীদের জন্য স্বস্তিদায়ক কর্মপরিবেশ তৈরির যে প্রচেষ্টা তার অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে ইএন্ড নামের ওই প্রতিষ্ঠানটি। খবর খালিজ টাইমসের
আরব আমিরাতের ওই প্রযুক্তি প্রতিষ্ঠানটি কর্মীদের কাজে গতিশীলতা এবং উৎপাদন বাড়ানোর জন্য সপ্তাহে চারদিন কাজ করাবে। মূলত প্রতিষ্ঠানটি পাইলট পোগ্রামের আওতায় এটি চালু করেছে।
ইএন্ড প্রতিষ্ঠানটির মানবসম্পদ উন্নয়ন কর্মকর্তা ডিনা অলমানসরি বলেন, ভবিষ্যত কর্মস্থল হতে হবে আরামদায়ক। এখান পূর্বের ন্যায় কর্মঘণ্টা চলবে না। এজন্য উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, যদিও এটা আমাদের জন্য একটি চ্যালেঞ্জিং বিষয়। তারপরও আমরা মনে করি এ পরিকল্পনা আমাদের ব্যবসাকে আরও সমৃদ্ধ করবে।
পাইলট প্রোগ্রামের আওতায় ইএন্ড প্রতিষ্ঠানের কর্মীরা সপ্তাহে শুক্র, শনি ও রোববার ছুটি পাবেন।
প্রতিষ্ঠানটি আগে থেকেই কর্মীদের জন্য হাইব্রিড কর্মপরিবেশের সুবিধা দিয়ে আসছে। এজন্য বাসা থেকেও কাজ করার সুযোগ দিচ্ছে।
ডিনা অলমানসরি বলেন, আমরা আমাদের কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তাদের জন্য টেকসই ভবিষ্যত নিশ্চিত করতে চাই। এছাড়া আমার আমাদের কর্মীদের অফিসে আসা-যাওয়ার সময় কমিয়ে আনতে চাই। কারণ ২০৩০ সালের মধ্যে আমরা কার্বন নিসঃরণ শূণ্যতে নিয়ে আসতে চাই।
সম্প্রতি আরব আমিরাতের কেন্দ্রীয় সরকার কর্মীদের জন্য সপ্তাহে চারদিন কাজ করার ঘোষণা দেন। এর ফলে শারজাদে কর্মীদের মাঝে কাজের গতি ৯০ শতাংশ বেড়েছে। ২০২২ সাল থেকেই শারজাদে সপ্তাহে চারদিন কাজ করার ঘোষণা দেয় সরকার। সেই পথেই হাঁটল ইএন্ড প্রযুক্তি প্রতিষ্ঠান।
Comments