সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ১৩ হাজার

ঢাকা ডিপ্লোমেট ডেস্ক:
|  ২০ নভেম্বর ২০২৩, ১৯:০৮ | আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ২১:৩৯
গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ১৩ হাজার...............................ছবি: সংগৃহীত

গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ১৩ হাজারফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের চলমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ হাজারে পৌঁছেছে। 

রোববার গাজা সরকারের গণমাধ্যম কার্যালয় এ তথ্য জানায়। তারা আরও জানায়, নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৫ হাজার ৫০০টির বেশি শিশু রয়েছে। আর নারী ৩ হাজার ৫০০ জন। 

গাজা সরকারের গণমাধ্যম কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, উপত্যকায় আহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে। আহত মানুষের মধ্যে ৭৫ শতাংশের বেশি শিশু ও নারী। 

নিখোঁজ ব্যক্তির সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। তাদের বেশির ভাগই ইসরাইলি হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

ইসরাইলের হামলায় ৪৩ হাজারের বেশি আবাসন ইউনিট পুরোপুরি ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত আবাসন ইউনিটের সংখ্যা ২ লাখ ২৫ হাজার। এর মানে গাজা উপত্যকার ৬০ শতাংশ আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ৭ অক্টোবর থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরাইল। পাশাপাশি তারা গাজায় স্থল অভিযান চালাচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত