যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ওই ফোনকলে মোদি বলেছেন, আগামী দিনগুলোতে ট্রাম্পের সঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদী তিনি।
ভারতের সরকারি সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সিনেট ও প্রতিনিধি নির্বাচনেও রিপাবলিকান দল ভালো করায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন মোদি। ফোনকলে দুই নেতাই বিশ্ব শান্তির জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়া প্রযুক্তি, প্রতিরক্ষা, জ্বালানি ও মহাকাশসহ অন্যান্য খাতে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার জন্য ট্রাম্পের সঙ্গে একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি।
সূত্র জানিয়েছে, ফোনকলে ট্রাম্প বলেন, ‘পুরো বিশ্ব মোদিকে ভালোবাসে।’ এ সময় ভারতকে একটি চমৎকার দেশ হিসেবে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্যমতে ভারতের প্রধানমন্ত্রী মোদিও একজন চমৎকার মানুষ।
এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে এক্সে এক পোস্টে মোদি লেখেন, ‘নির্বাচনে আপনার ঐতিহাসিক বিজয়ে আন্তরিক অভিনন্দন আমার বন্ধু। আগের মেয়াদে আপনি যে ধরনের সাফল্য গড়েছেন, তাতে ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যকার বৈশ্বিক ও কৌশলগত অংশীদারত্ব নতুন করে আরও জোরদার হওয়ার অপেক্ষায় থাকলাম। চলুন, আমাদের জনগণের উন্নয়ন এবং বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করি।’
মঙ্গলবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রজুড়ে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে ২৭০ ভোট পেলে প্রেসিডেন্ট নির্বাচিত হন একজন প্রার্থী। ট্রাম্প এরই মধ্যে ২৯৪টি ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি। এখনো তিনটি অঙ্গরাজ্যে ফল ঘোষণা বাকি।
Comments