রোববার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪
Sunday, 08 September, 2024

ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুংকার ট্রাম্পের

ঢাকা ডিপ্লোমেট আন্তর্জাতিক ডেস্ক:
  26 Jul 2024, 16:14
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ...................................ছবি: সংগৃহীত

ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার হুংকার দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে তিনি এ হুংকার দেন। 

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ট্রুথ সোশ্যালে শেয়ার করা ওই পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরান যদি প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করে- যা সব সময়ই একটা সম্ভাবনা। আর এমনটা ঘটলে আমি আশা করব, যুক্তরাষ্ট্র ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে। যদি তা না হয়, তাহলে মার্কিন নেতাদের নির্বোধ কাপুরুষ হিসেবে বিবেচনা করা হবে।’ 

এর আগে বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া এক ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের বিরুদ্ধে ইরানি চক্রান্ত তুলে ধরেন। এর পরই ট্রাম্প সামাজিক মাধ্যমে ওই পোস্ট করেন। ট্রাম্প এর আগেও প্রেসিডেন্ট থাকাকালে একাধিকবার ইরানের বিরুদ্ধে নানা ধরনের হুমকি দিয়েছেন। 

মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, মার্কিন গোয়েন্দারা কয়েক সপ্তাহ আগে ট্রাম্পকে হত্যার জন্য ইরানি ষড়যন্ত্রের কথা জানতে পারে। এরপর থেকে মার্কিন সিক্রেট সার্ভিস ট্রাম্পের নিরাপত্তা জোরদার করে। তবে সম্প্রতি ট্রাম্পের ওপর হামলার সঙ্গে তেহরান যুক্ত নয় বলে দাবি জানিয়ে আসছে। 

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্টকে নিয়ে তেহরানের পরিকল্পনা জানার পর ট্রাম্পের নিরাপত্তা বাড়ানো হয়। অন্যান্য গণমাধ্যমগুলোও একই ধরনের কথা বলেছে। 

তবে প্রতিবেদনে এও বলা হয় যে, তেহরানের পরিকল্পনার সঙ্গে ১৩ জুলাইয়ের যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক প্রচার সমাবেশে ট্রাম্পের ওপর হামলা কোনো মিল নেই। 

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলে আসা দীর্ঘদিনেরে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চূড়ান্ত পর্যায়ে পৌঁছে ২০২০ সালে। এ সময় মার্কিন হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার কাসেম সোলাইমানির মৃত্যু হয়। তেহরান তখন এই হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল। যে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। 

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তারা বেশ কয়েক বছর ধরে ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানি হুমকির ওপর নজর রাখছে। 

এদিকে ট্রাম্পের দেওয়া সর্বশেষ পোস্টটি তার করা ২০১৯ সালের এক বিতর্কিত মন্তব্যের কথাও মনে করিয়ে দেয়। যখন প্রেসিডেন্ট হিসাবে তিনি হুমকি দিয়ে বলেছিলেন, ‘ইরান আমেরিকার কোনো কিছুর ওপর আক্রমণ করলে দেশটিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।’

ইরানের প্রতি মার্কিন প্রশাসনের নতুন দফা নিষেধাজ্ঞার পর দুই দেশের মধ্যে কূটনীতির পথ চিরতরে বন্ধ হয়ে গেছে বলে ইরানের কর্মকর্তারা মন্তব্য করার প্রেক্ষিতেই ট্রাম্প অমন হুমকি দেন।

এছাড়াও ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে উত্তর কোরিয়াকে ‘আগুন এবং ক্রোধের’ সঙ্গে তুলনা করেন, যা বিশ্ব কখনও দেখেনি বলেও হুমকি দিয়েছিলেন। যদিও ট্রাম্প পরে দেশটির প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন এবং প্রায়শই তাদের বন্ধুত্বের উদাহরণ দিয়ে থাকেন। সূত্র: আল-আরাবিয়া

Comments

  • Latest
  • Popular

আরব আমিরাতে ক্ষমাপ্রাপ্ত ১৩ বাংলাদেশি দেশে ফিরেছেন

ব্যাংক থেকে নগদ টাকা তোলা নিয়ে নতুন নির্দেশনা

শেয়ারবাজারে মূলধন কমেছে ৭.১৫ বিলিয়ন ডলার

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে যে দেশে নেয়ার সম্ভাবনা বেশি

শিপইয়ার্ড বিস্ফোরণে দগ্ধ ১২

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ দাবিতে শাহবাগ অবরোধ

গণআন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা

১০
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত ও ১৩ জন আহত হয়েছেন। হতাহত ১৫ জন
গাজায় টিকা কর্মসূচির মধ্যেই ইসরায়েলি হামলা: নিহত ২৭
গাজা উপত্যকাজুড়ে পোলিও টিকা কর্মসূচির মধ্যেই ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
নতুন প্রধানমন্ত্রী পেল ফ্রান্স
ফ্রান্সে প্রায় দুই মাসের অনিশ্চয়তার পর অবশেষে সরকার গড়ার উদ্যোগ দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ
কেনিয়ায় স্কুলে অগ্নিকাণ্ডে ১৭ শিক্ষার্থীর মৃত্যু
কেনিয়ার একটি স্কুলে আগুন লেগে অন্তত ১৭ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে মধ্য
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'