পোর্টলুইসে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জকি আহাদ পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। একই সাথে এখন থেকে তাঁর নামের সাথে ডক্টর (Dr.) পদবী ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে।
গত ১০ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের সংস্থাপন -১ শাখা এক পত্রের মাধ্যমে পিএইচডি ডিগ্রি লাভের জন্য জকি আহাদকে অভিনন্দন জানায় এবং তাঁর নামের সাথে ডক্টর ( Dr.) পদবী ব্যবহারের অনুমতিও প্রদান করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (সংস্থাপন) সবুজ আহমেদ ওই পত্রে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, জকি আহাদ ভারতের আসাম বিশ্ববিদ্যালয় থেকে ' বাঙালীর বাণিজ্য: মধ্যযুগ ও আধুনিক যুগের নির্বাচিত বাংলা সাহিত্যের প্রেক্ষিত' শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
এর আগে তিনি অস্ট্রেলিয়ার মনাস বিশ্ববিদ্যালয় থেকে কূটনীতি ও বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিভাগে স্নাতকোত্তর করেন তিনি।
ড. জকি আহাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকেও ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর করেন।
Comments