শনিবার, ১৮ মে, ২০২৪
Saturday, 18 May, 2024

এসি-ফ্যান একসঙ্গে চালানো উচিত?

ঢাকা ডিপ্লোমেট ডেস্ক:
  04 May 2024, 12:02
এসি-ফ্যান..................................ছবি: সংগৃহীত

দেশজুড়ে তাপপ্রবাহ জারি রয়েছে। বেলা বাড়তে থাকলেই বইতে শুরু করছে লু বা গরম হাওয়া। এ পরিস্থিতিতে একটু আরাম পাওয়ার জন্য পাখা চালালেও মিলছে না স্বস্তি। কারণ ফ্যান থেকেও বেরোচ্ছে গরম হাওয়া। এমতাবস্থায় একমাত্র স্বস্তি দিতে পারে এসির ঠান্ডা হাওয়া। শহরাঞ্চলের বেশিরভাগ বাড়িতেই লাগানো হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি। তবে এসি চালানোর সময় অনেকেই সিলিং ফ্যান বন্ধ রাখেন। অর্থাৎ এসি আর সিলিং ফ্যান তারা একসঙ্গে চালান না। তবে এটা সম্পূর্ণ ভুল ধারণা!

আসলে বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন যে, এসি আর সিলিং ফ্যান একসঙ্গে চালালে ঘরের ঠান্ডা হাওয়া বাইরে বেরিয়ে যায়। আজ সেই ভুল ধারণাই ভেঙে দেয়া যাক। গরম লাগলে সকলেই প্রথমে এসি অন করেন। আর তার সঙ্গে সিলিং ফ্যান চালিয়ে দিলে ঘর কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ফলে দ্রুত স্বস্তি মেলে। সব মিলিয়ে বিদ্যুতের বিলও অনেকাংশে কমে যায়। বিষয়টা তাহলে বুঝিয়ে বলা যাক।

সাধারণ মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। গরমের সময় আশপাশের তাপমাত্রা বৃদ্ধি পায়। আর এমনটা হলে আমাদের দেহ ঘাম নির্গত করে ঠান্ডা থাকে। আর্দ্রতার মাত্রা কম থাকলেই শুধু এটা হয়ে থাকে। কিন্তু আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পেলে ঘাম সেভাবে কাজ করে না। ফলে আমরা অস্বস্তিতে পড়ি। কারণ বাতাসে পর্যাপ্ত আর্দ্রতা থাকার ফলে আমাদের দেহ থেকে যে জল নির্গত হয়, তা শোষণ করতে দেরি হয়, কিংবা তা শোষণ করতে পারে না। আর এখানেই সাহায্য করে ফ্যান।

যদিও ফ্যান আশপাশটা ঠান্ডা করতে পারে না। তবুও ফ্যান থেকে নির্গত যে বাতাস এটি ঠেলে দেয়, তা ত্বক থেকে গরম বাতাস অপসারণ করতে এবং ঘামের বাষ্পীভবনে সহায়তা করে। এমনকি পরিস্থিতি আরামদায়ক করে তোলে।

একইভাবে এসির সঙ্গে একটি সিলিং ফ্যান ব্যবহার করলে ঘরের গরম বাতাস বেরিয়ে যাবে। আর এসি’র কারণে চারপাশের পরিবেশও দ্রুত ঠান্ডা হয়ে যাবে। এর জন্য অবশ্য একটা ট্রিক অবলম্বন করতে হবে। সেটা হল এসি’র তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসে সেট করা উচিত। এ তাপমাত্রায় রাখা এসি ও সিলিং ফ্যান একসঙ্গে কাজ করলে ঘরের তাপমাত্রা হবে ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেট করা এসি’র মতো। এছাড়াও এসি’র সঙ্গে ফ্যান ব্যবহার করলে বিদ্যুৎ বিলও প্রায় ১২-২০ শতাংশ সাশ্রয় হবে।

Comments

  • Latest
  • Popular

ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশিদের ওপর ৩ দিনের নিষেধাজ্ঞা দিলো ভারত

মসলার বাজার চড়া

সৌদিতে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক কেন প্রবেশ করবে: ওবায়দুল কাদের

প্রাথমিকে ২৯ শিক্ষার্থীর বিপরীতে এক শিক্ষক

চীনের ২৬ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

দেশে অকালমৃত্যুর অন্যতম কারণ উচ্চ রক্তচাপ প্রয়োজন সতর্কতা 

জাতীয় আলোকচিত্র পুরস্কার পেলেন ১৩ আলোকচিত্রী 

৩০ ব্যাংকের এমডি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন

ভাঙা হাত নিয়েই কান মাতালেন ঐশ্বরিয়া

১০
ভাঙা হাত নিয়েই কান মাতালেন ঐশ্বরিয়া
বিশ্বের প্রাচীন চলচ্চিত্র উৎসব বলা হয় কানকে। ১৪ মে বসেছে উৎসবের ৭৭তম আসর। প্রতিবারের মতো
রাখি সাওয়ান্ত হাসপাতালে ভর্তি
হাসপাতালে ভর্তি বলিউডের ‘মির্চি গার্ল’ খ্যাত মডেল ও অভিনেত্রী রাখি সাওয়ান্ত। মূলত হৃদরোগজনিত সমস্যা নিয়ে
মেয়ে প্রিয়মকে নিয়ে মুখ খুললেন পরীমণি
শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে রাজ্যেই যেন পরীমণির পৃথিবী। এবার সেই দুনিয়ায় জায়গা করে
শওকত ওসমানের মৃত্যুবার্ষিকী আজ
বাংলা সাহিত্যের কালজয়ী কথাসাহিত্যিক শওকত ওসমানের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি লেখনীর মাধ্যমে শোষক শ্রেণির বিরুদ্ধে
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'