শক্তিশালী ভূমিকম্পের পর তুরস্কের সাবেক রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্কের খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
আজ বৃহস্পতিবার ঢাকায় তুরস্ক দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান এ তথ্য জানান। ডেভরিম ওজতুর্ক বিদায় নেওয়ার পর নতুন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় আসেন মুস্তাফা।
মুস্তাফা ওসমান তুরান বলেন, তুরস্কের দক্ষিণাঞ্চলে আনাতোলিয়ায় ভূমিকম্পে পর থেকে নিখোঁজ রয়েছেন ডেভরিম ওজতুর্ক। সেখানে তুরস্কের পররাষ্ট্র দপ্তরের আঞ্চলিক দায়িত্ব পালন করছিলেন তিনি।
তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গত সোমবার ভোরে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্কে ১৪ হাজার ৩৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর সিরিয়ায় মারা গেছেন ৩ হাজার ১৬২ জন। ফলে দুই দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৫১৩ জনে।
দুই দেশেই এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তাঁদের উদ্ধারে চলছে তৎপরতা। তবে উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র ঠান্ডা, বৃষ্টি, যোগাযোগে বিপর্যয়সহ নানা সমস্যা। আর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আটকে পড়া এসব মানুষের জীবিত থাকার সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসছে।
Comments