মেক্সিকো’য় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আবিদা ইসলাম

কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামকে মেক্সিকো’য় পরবর্তি রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
মেক্সিকোর পাশাপাশি সমদূরে অবস্থানরত কোস্টারিকা, ইকুয়েডর, গুয়েতেমালা ও হন্ডুরাসের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রক্ষার দায়িত্বও পালন করবেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম।
বাংলাদেশ সিভিল সার্ভিসের পররাষ্ট্র ক্যডারের ১৫তম ব্যাচে যোগ দেন তিনি। দীর্ঘ কূটনৈতিক জীবনে লন্ডন, কলম্বো, ব্রাসেলস ও কোলকাতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রণালয়ের সদরদপ্তরে বিভিন্ন উইং’য়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।
রাষ্ট্রদূত আবিদা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর করেন। এছাড়া অস্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয় থেকে পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর করেন।
- যুক্তরাষ্ট্রের ভিসা নীতির আওতায় আসতে পারে গণমাধ্যমও: পিটার হাস
- বাংলাদেশে সুষ্ঠু ভোটে বাধা: যুক্তরাষ্ট্রের ভিসা বন্ধের পদক্ষেপ শুরু
- বাণিজ্য বিনিয়োগে পাঁচ সমস্যা দেখছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা
- যুক্তরাষ্ট্রের ছয় সদস্যের প্রাক্–নির্বাচন পর্যবেক্ষক দল আসছে অক্টোবরে
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কে জোর দুই কংগ্রেসম্যানের
- নির্দিষ্ট কোনও দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র: পিটার হাস
- গয়েশ্বরের ওপর হামলা নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র
- অারো খবর