১৫ দিনের লাগাতার কর্মসূচি দিল বিএনপি

সরকার পতনের এক দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল বিভাগে রোডমার্চ, সমাবেশসহ ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কর্মসূচি ঘোষণা করে দলটি।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, আগামী এক মাসের মধ্যে সরকারবিরোধী আন্দোলনে সফলতা পেতে চায় বিএনপি। তাই আন্দোলনে ভিন্নতা আনছেন তারা। এ লক্ষ্যে সম্প্রতি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করে কর্মসূচির খসড়া তৈরি করেন। পরে দলের শীর্ষ নেতৃত্বের সুপারিশের ভিত্তিতে এই কর্মসূচি চূড়ান্ত করা হয়।
বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের ধারণা, আগামী অক্টোবর অথবা নভেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে অক্টোবরেই চূড়ান্ত আন্দোলনের জন্য উপযুক্ত সময়। তাই তফসিল ঘোষণার আগেই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে চান তারা। এমন চিন্তা থেকেই ১৫ দিনের কর্মসূচি দিলো দলটি।
এই কর্মসূচির পর আগামী ১৫ অক্টোবর পর্যন্ত পরবর্তী কর্মসূচি কী হতে পারে তা নিয়েও দলের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে বলেও দলীয় সূত্রে জানা গেছে।
- প্রিয় নবীকে অন্তর থেকে ধারণ করতে হবে: তাপস
- বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে ফের আবেদন খালেদার
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে ধর্মীয় শোভাযাত্রা
- রূপপুরের জন্য প্রথমবার এলো পারমাণবিক জ্বালানি
- ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না : তথ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রীর জন্মদিনে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা
- যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপিত
- অারো খবর