শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের শ্রদ্ধা

কূটনৈতিক প্রতিবেদক
|  ২৬ আগস্ট ২০২৩, ২২:৫৬ | আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ২৩:০২
গতকাল শনিবার ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ ছবিঃ ঢাকাডিপ্লোম্যাটডটকম

আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ কমিটির নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা।

গতকাল শনিবার ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে ‘আগস্ট ট্রাজেডিস: ওল্ড এনিমাস নোভেল ভেইল’ শীর্ষক আলোচনা সভা শেষে তারা শ্রদ্ধা জানান।

এসময় বাংলাদেশে নিযুক্ত ইইউ, আমেরিকান, কানাডা, চীন, অস্ট্রেলিয়ান, নেপাল, ভিয়েতনাম, কসোভো, আর্জেন্টিনা, জার্মানি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ বলেন, আজকে এখানে ২৫টি দেশের কূটনীতিকগণ এসেছেন। আগস্টের তাদের একটা ছুটির মৌসুম থাকে, অনেক রাষ্ট্রদূত ও হাই কমিশনারগণ ঢাকার বাইরে রয়েছেন। কিন্তু এখানে অনেকে তাদের দূতাবাসের প্রতিনিধি হয়ে এসেছে। পলিটিক্যাল হেড এসেছেন, ডেপুটি হেড বা ডেপুটি কাউন্সিলররা এসেছেন।

আলোচনা সভার উদ্দেশ্য সম্পর্কে শাম্মী আহমেদ বলেন, বিদেশি দূতাবাসের রাজনৈতিক উইংয়ের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে, বঙ্গবন্ধুর সন্তানদের নিয়ে ও আওয়ামী লীগকে নিয়ে যে অপপ্রচার চালানো হয় সেটা তুলে ধরা হয়েছে। তাদের যখন জানানো হয় তখন তারা আমাদের থেকেও বেশি শকড হয়ে যান। তারা বলেন, এতো নির্মম হত্যাকাণ্ড কেন চালানো হয়েছে, এমনকি গর্ভধারী নারীদেরও হত্যা করেছে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটির চেয়ারম্যান মো. জমির এবং মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জাকিয়া নূর লিপি। এতে ১৫ আগস্টের সেই ভয়াল রাতের লোমহর্ষক বর্ণনা দেন প্রত্যক্ষদর্শী বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী আব্দুর রহমান শেখ আব্দুর রহমান রমা।

প্রথমে কূটনীতিক ও প্রতিনিধিরা এবং পরে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ- কমিটির নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত