বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
Thursday, 18 April, 2024

রাশিয়ান কবি আলেকজান্ডার পুশকিনের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা

কূটনৈতিক প্রতিবেদক
  02 Jun 2023, 18:00

রাশিয়ার বিখ্যাত লেখক ও কবি আলেকজান্ডার পুশকিনের ২২৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অবস্থিত পুশকিনের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এ সময় ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের কাউন্সিলর এবং রাশিয়ান হাউসের ডিরেক্টর ম্যাক্সিম ডবরোখোতভ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আলেকজান্ডার পুশকিন ছিলেন রাশিয়ার অন্যতম বিখ্যাত লেখক, কবি ও দার্শনিক। তিনি রাশিয়ান ভাষা ও সাহিত্যের উন্নয়ন এবং প্রসারে অনন্য অবদান রেখেছেন। রাশিয়ার অন্যান্য কবি-সাহিত্যিকদের ন্যায় বিশ্বের বিভিন্ন দেশের কবি ও সাহিত্যিকরা আলেকজান্ডার পুশকিনের কবিতা ও সাহিত্যকর্ম দ্বারা সবসময় অনুপ্রাণিত হয়েছেন। সাহিত্য কর্মকাণ্ডের মাধ্যমে মানবিক মূল্যবোধের চর্চা ও সমুন্নত রাখতে তিনি অসাধারণ অবদান রেখেছেন বলেও উপাচার্য উল্লেখ করেন।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে কবি আলেকজান্ডার পুশকিনের জন্মবার্ষিকী এবং রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ডে উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেমিনার উদ্বোধন করেন।  
আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এবিএম রেজাউল করিম ফকিরের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায় এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির রাশিয়ান ভাষার শিক্ষক ওলগা রায়।
সেমিনারের পর সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (এসএএবি) সদস্যরা (সৈয়দা জলি, ড. মমতাজ রহমান ও জেবুন্নাহার), ঢাকার রুশ হাউসে রুশ ভাষা কোর্সের শিক্ষার্থীরা (মোঃ শামিন ইয়াসির অভি, তাসফিয়া ইউসুফ, মীর লিহান আহমেদ ও মোহাম্মদ মহসিন) রুশ ও বাংলায় পুশকিনের কবিতা আবৃত্তি করেন।
বিখ্যাত লেখক ও কবি আলেকজান্ডার পুশকিন ১৭৯৯ সালের ৬ জুন রাশিয়ার মস্কোতে জন্মগ্রহণ করেন। তিনি ১৮৩৭ সালের ১০ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।

Comments

  • Latest
  • Popular

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

জিয়া ছিলেন মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারি: পররাষ্ট্রমন্ত্রী

অভিমান ভুলে আবারও ‘এক’ হচ্ছেন তাহসান-মিথিলা!

একজন নীরব ঘাতক ‘নীরব’

দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি: প্রধানমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল

কান উৎসবে বিচারক হচ্ছেন বাংলাদেশের সাদিয়া

সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী পাগল হাসান নিহত

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

১০
জিয়া ছিলেন মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারি: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ১৯৭১ সালে মুজিবনগর
একজন নীরব ঘাতক ‘নীরব’
নীরব খান ওরফে রবিন বয়স ৩৮। স্ত্রী হাবিবা এবং তিন মেয়ে নিয়ে ভ্লগ করে। পাশাপাশি
দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিলো বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলো আলু
সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী পাগল হাসান নিহত
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে সুরমা ব্রিজের কাছে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কণ্ঠশিল্পী পাগল হাসানসহ দুজন
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'