বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪
Wednesday, 04 December, 2024

ডিআরইউ সাহিত্য পুরস্কার, লেখক সম্মাননা পেলেন ২৫ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  27 Nov 2024, 22:08
ডিআরইউ সাহিত্য পুরস্কার, লেখক সম্মাননা পেলেন ২৫ সাংবাদিক....................................ছবি: সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘ডিআরইউ সাহিত্য পুরস্কার-২০২৪’ বিজয়ী হয়েছেন তিন লেখক। পুরস্কারপ্রাপ্তরা হলেন- কাব্যে (কবিতা/ছড়া) হাসান হাফিজ (কালের কন্ঠ), মননশীল (প্রবন্ধ ও গবেষণা) ক্যাটাগরিতে জাকির হোসেন (কালবেলা) ও কথা সাহিত্যে (গল্প/উপন্যাস) আহমেদ আল আমীন (বাংলাদেশ প্রতিদিন)। 

এ ছাড়াও লেখক সম্মাননা পেয়েছেন আরও ২৩ সাংবাদিক।
  
হাসান হাফিজ কাব্য (কবিতা/ছড়া) ‘অনন্ত ক্ষমার চিতাকাঠ’, জাকির হোসেন মমনশীল (প্রবন্ধ ও গবেষণা) বিশ্বকে চমকে দেওয়া আলোকচিত্র  ও অন্যান্য গল্প’র জন্য, এবং এম মামুন হোসেন তার ‘আদি অন্তে ঢাকা’ গ্রন্থের জন্য বিজয়ী হয়েছেন।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে মানবজমিন পত্রিকার সম্পাদক কথা সাহিত্যিক মাহবুবা চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিজয়ীদের নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ এবং সম্মাননা প্রাপ্তদের ক্রেস্ট ও সনদ দেয়া হয়। 

অনুষ্ঠানে মাহবুবা চৌধুরী বলেন, লেখক সাহিত্যিক আমাদের সমাজের দর্পন। তারা তাদের লেখনীর মাধ্যমে সমাজের ভুল-ত্রুটি, ভালো-মন্দ ,অসংঙ্গতি সবকিছু  তুলে ধরতে পারে । নিরেট আনন্দ দিতে পারে পারে । নিরানন্দ জীবনে একটা ভালো গল্প ,একটা ভালো কবিতা ও প্রবন্ধ অনেক বেশী উপকারে আসতে পারে  মানুষের জীবনে। 

প্রধান অতিথির সঙ্গে ফটোসেশনে ডিআরইউ নেতৃবৃন্দ ও পুরস্কারপ্রাপ্তরা। ছবি-আপন দেশ
প্রধান অতিথির সঙ্গে ফটোসেশনে ডিআরইউ নেতৃবৃন্দ ও পুরস্কারপ্রাপ্তরা। ছবি-আপন দেশ


মানুষ তার কাজের স্বীকৃতি চায়-এমন মন্তব্য টেনে করে তিনি বলেন, যে কোন মানুষই তার কাজের স্বীকৃতি চায়। তবে লেখক হোক, গায়ক হোক বা  অভিনয় শিল্পী হোক সে কিন্তু পুরস্কারের আশায়  কাজ শুরু করে না। কিন্তু কাজ করতে করতে যখন সে পুরস্কার পায়, কাজের স্বীকৃতি পায় তখন তার কাজের স্পৃহা আরো বেড়ে যায়, দায়িত্ব আরো বেড়ে যায়। যারা পুরস্কার পেয়েছেন তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে আগের চাইতে তারা আরো ভালো কিছু আমাদের প্রত্যাশা দিবেন লেখক সাহিত্যিকদের পুরস্কৃত করার জন্য ডিআরইউকে ধন্যবাদ জানান তিনি।

পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন বলেন, এ সাহিত্য পুরস্কার ডিআরইউ সদস্যদের মননশীলতা বিকাশে সহায়ক হবে এবং ডিআরইউতে সাহিত্য চর্চা আরও বেগবান করবে।

ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মহি উদ্দিন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউর সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক মো: জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দফতর সম্পাদক রফিক রাফি, নারী সম্পাদক মাহমুদা ডলি, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা) ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য সাঈদ শিপন, মুহিববুল্লাহ মুহিব, রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন ও শরিফুল ইসলাম।

কথা সাহিত্য (গল্প/উপন্যাস)

এহসানুল হক জসীম (বরাক পারের বয়ান), জীবন ইসলাম (পূর্ণিমায় সেন্টমার্টিন), প্রণব মজুমদার (বিড়াল কাণ্ড), সিরাজুল ইসলাম কাদির (সবুজ ভালোবাসা), আবু আলী (প্যারিস থেকে হামবুর্গ), মুহম্মদ মোফাজ্জল (চাষাভুষার সন্তান) কাওসার রহমান (সিঁদুর) ও কানাই চক্রবর্ত্তী (ইতিহাসে নেই)। 

কাব্য (কবিতা/ছড়া

শেখ এনামুল হক (চলো ফিরে যাই অরণ্যে), চপল বাশার (নির্বাচিত কবিতা), মাইদুর রহমান রুবেল (প্রেমের কবিতা সংকলন) ও উমর ফারুক (দ্রোহের উপধারা)। 

মননশীল (প্রবন্ধ ও গবেষণা)

আসিফ হাসান (হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার: পরিপ্রেক্ষিত বাংলাদেশ), সৈয়দ ইশতিয়াক রেজা (রেখার মাঝে), মোহাম্মদ আব্দুর রহমান জাহাঙ্গীর (Dhaka : A City Plagued by problems), মনিরুজ্জামান উজ্জ্বল (যাপিত জীবনের গল্প ), সিদ্দিকুর রহমান খান (কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা), আমিরুল মোমেনীন মানিক( নিষিদ্ধ গান বিশুদ্ধ বাদ্য), মিজান রহমান (বরিশালে ৭৩০ দিন) কুদরাত-ই-খোদা (সিভিল সার্ভিসের ভিতর বাহির), মোস্তফা কামাল মজুমদার (Thorny Path of Jounalism) ও শাহেদ মতিউর রহমান ( আওয়ামী লীগের বিতর্কিত কারিকুলাম)।
 

Comments

  • Latest
  • Popular

লোককবি আবদুল হাই মাশরেকীর ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ

দেশবাসীকে সংযম দেখানোর আহবান তারেক রহমানের

রাজনৈতিক দল-ধর্মীয় নেতাদের নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের কার্যক্রম বন্ধ

আগরতলায় হাইকমিশনে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

চিন্ময় দাসের জামিন শুনানি পেছাল

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক নয়াদিল্লি: প্রণয় ভার্মা

ঢাকায় ভারতীয় দূতাবাসে নিরাপত্তা জোরদার

‘ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়’

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি বাংলাদেশকে পারিবারিক রাজবংশ থেকে মুক্ত করতে পারবে?

১০
দেশবাসীকে সংযম দেখানোর আহবান তারেক রহমানের
ভারতীয় গণমাধ্যমের একাংশের বাংলাদেশ বিরোধী উসকানিমূলক অপপ্রচারের ফলে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনায় দেশবাসীকে সর্বোচ্চ সংযম প্রদর্শনে
রাজনৈতিক দল-ধর্মীয় নেতাদের নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
জাতীয় ঐক্য গঠনে ছাত্রনেতা, রাজনৈতিক দল ও ধর্মীয় গ্রুপগুলোর সঙ্গে বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান
আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের কার্যক্রম বন্ধ
নিরাপত্তাহীনতাজনিত অবস্থার প্রেক্ষাপটে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের সেবা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা
আগরতলায় হাইকমিশনে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে এবং দেশটির উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'