বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪
Wednesday, 04 December, 2024

চাঁদাবাজির মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  27 Nov 2024, 14:06
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান...................................ছবি: সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৮ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার (২৭ নভেম্বর)  এ আদেশ দেন ঢাকার অভিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ।

অব্যাহতি পাওয়া অন্যরা হলেন- তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন, ওবায়দুল্লা খন্দকার, কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, ইঞ্জিনিয়ার এ কে এম শোয়েব বাশুরী ওরফে হাবলু, আজিজুল করিম তারেক ও মনিজুর রহমান ওরফে মানিক।

গত ৫ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন শাখায় তারেক রহমানসহ ৮ জনকে অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ঢাকা কোতোয়ালি জোনাল টিমের পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন।

প্রতিবেদনের ওপর শুনানির জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেছিলেন আদালত। এদিন আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তারেকসহ আটজনকে মামলার দায় হতে অব্যাহতি দেন।

পুলিশের অব্যাহতির সুপারিশে উল্লেখ করা হয়েছে, বাদী ২০০৭ সালের ৩০ জুন দরখাস্ত মারফত মামলার এজাহারে বর্ণিত চাঁদার টাকার পরিমাণ ভুল উল্লেখ করে তা সংশোধনের জন্য আবেদন করেন। সর্বশেষ ২০০৯ সালের ৭ মে তারিখে বাদী নোটারি পাবলিকের মাধ্যমে মামলাটি প্রত্যাহারের জন্য একটি হলফনামা সম্পাদন করেন। এতে তিনি উল্লেখ করেন, তিনি বিশেষ মহলের চাপে বাধ্য হয়ে তার ইচ্ছার বিরুদ্ধে মামলাটি দয়ের করেন। এজাহারভুক্তদের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই এবং তিনি মামলা পরিচালনা করতে ইচ্ছুক নন।

এছাড়াও তদন্তকালে তদন্ত কর্মকর্তা বাদীকে জিজ্ঞাসাবাদ করলে বাদী তার হলফনামায় বর্ণিত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তখনকার রাজনৈতিক ও প্রশাসনিক চাপে পড়ে তিনি ওই মামলা দায়ের করেছিলেন। প্রকৃতপক্ষে গিয়াস উদ্দিন আল মামুন এবং এজাহারনামীয় অপর আসামিদের তিনি চিনতেন না। এজাহারে বর্ণিত চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি।

পুলিশের অব্যাহতির আবেদনে আরও বলা হয়, মামলার এজাহারনামীয় অন্য আসামিরা সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। তখন রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার উদ্দেশ্যে বাদী খায়রুল বাশারকে চাপ প্রয়োগ করে এই মামলা দায়ের করতে বাধ্য করা হয় মর্মে তদন্তে জানা যায়। তদন্তে এবং সাক্ষ্য প্রমাণে মামলার ঘটনাটি দণ্ডবিধি আইনের ৩৮৫/৩৮৬/৩৮৭ ধারা মতে তথ্যগত ভুল প্রমাণিত হয়। সব আসামিকে এ মামলার দায় থেকে অব্যাহতির জন্য প্রার্থনা করা হলো।

চাঁদাবাজির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান কোম্পানি আব্দুল মোনেম লিমিটেডের মহা-ব্যবস্থাপক খায়রুল বাশার ২০০৭ সালের ৯ এপ্রিল বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন। মামলায় তারেক রহমানসহ আটজনকে আসামি করা হয়।

Comments

  • Latest
  • Popular

লোককবি আবদুল হাই মাশরেকীর ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ

দেশবাসীকে সংযম দেখানোর আহবান তারেক রহমানের

রাজনৈতিক দল-ধর্মীয় নেতাদের নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের কার্যক্রম বন্ধ

আগরতলায় হাইকমিশনে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

চিন্ময় দাসের জামিন শুনানি পেছাল

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক নয়াদিল্লি: প্রণয় ভার্মা

ঢাকায় ভারতীয় দূতাবাসে নিরাপত্তা জোরদার

‘ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়’

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি বাংলাদেশকে পারিবারিক রাজবংশ থেকে মুক্ত করতে পারবে?

১০
দেশবাসীকে সংযম দেখানোর আহবান তারেক রহমানের
ভারতীয় গণমাধ্যমের একাংশের বাংলাদেশ বিরোধী উসকানিমূলক অপপ্রচারের ফলে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনায় দেশবাসীকে সর্বোচ্চ সংযম প্রদর্শনে
রাজনৈতিক দল-ধর্মীয় নেতাদের নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
জাতীয় ঐক্য গঠনে ছাত্রনেতা, রাজনৈতিক দল ও ধর্মীয় গ্রুপগুলোর সঙ্গে বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান
আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের কার্যক্রম বন্ধ
নিরাপত্তাহীনতাজনিত অবস্থার প্রেক্ষাপটে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের সেবা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা
আগরতলায় হাইকমিশনে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে এবং দেশটির উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'