বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
Wednesday, 29 January, 2025

অন্তর্বর্তী সরকারকে নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  19 Nov 2024, 16:20
জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা...................................ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ফোকাস একটাই এখন। সে ফোকাসটা হচ্ছে নির্বাচন কমিশন ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থা ঠিক করে নির্বাচন দিন। বাকি কাজ যারা নির্বাচিত হয়ে আসবে, তারা করবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, এখন প্রায়োরিটি হচ্ছে দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। আমরা যারা রাজনীতি করি, তারা চাচ্ছি দ্রুত নির্বাচন। বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য নয়। কারণ নির্বাচন দেরি হলে সমস্যাগুলো বাড়বে। যারা বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তারা মাথাচাড়া দিয়ে উঠছে। অনেক সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু কিছু করতে পারছে না। কেন পারছে না? কারণ রাজনৈতিক শক্তি নাই।

ফখরুল বলেন, সন্দেহ কিন্তু আপনাদের (অন্তর্বর্তী সরকার) ওপর আসতে শুরু করেছে। আমরা তো চাই সরকার সাফল্য অর্জন করুক। তাদের সাফল্য মানে আমাদের সাফল্য। তারা ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব। আমরা চাই না শেখ হাসিনা আবার ফিরে আসুক। আমরা চাই না আওয়ামী লীগের দুঃশাসন আবার ফিরে আসুক।

সংস্কার প্রসঙ্গে ফখরুল বলেন, আমরা সংস্কারের ৩১ দফা তুলে ধরেছি। আমরা মনে করি এটাই দেশের সুস্থ ধারা প্রতিষ্ঠার জন্য যথেষ্ট। এখন নতুন যারা আসছেন তারা একেকজনের একেক কথা বলে যাচ্ছেন। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা তো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তাদের রাজনৈতিক অভিজ্ঞতাও নেই। রাজনীতি একটি সায়েন্স। এ জন্যই তো বলা হয় পলিটিক্যাল সায়েন্স। বিএনপি কি ক্ষমতায় জন্য নির্বাচনের কথা বলছে? নো। দ্রুত নির্বাচন দিলেই দেশের অনেক সমস্যায় সমাধান হয়ে যাবে।

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকারের ইন্টেলিজেন্সের ভেতরে তথ্য ছিল না? তারা কি ব্যবস্থা আগে নিতে পারতেন না? আসলে সরকার এখনো স্ট্যাবল হতে পারেনি। তাই বলছি, নির্বাচন কমিশন ঠিক করে নির্বাচন দেন। একটি রোড ম্যাপ ঘোষণা দেন। কবে কি করবেন জানান। তাহলে মানুষের মনে আস্থা আসবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেকে হতাশ হয়ে পড়েছেন। অনেকে বলাবলি করেন এ জন্যই কি সংগ্রাম করেছি? এতে করে আমাদের শত্রুরা সুযোগ নেবে। সরকার থেকে বিভিন্ন কথা বলা হচ্ছে।

‘নির্বাচিত হয়ে এলে আমরা একা দেশ চালাব না’, এ কথা জানিয়ে ফখরুল বলেন, আমরা একটি জাতীয় সরকার গড়ে আমাদের সঙ্গে আন্দোলনে ছিল তাদের নিয়ে দেশ চালাব।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও পরিষদের আহ্বায়ক এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া, ড্যাবের সাবেক সভাপতি আজিজুল হক, ড্যাবের সভাপতি হারুন আল রশীদ প্রমুখ।

Comments

  • Latest
  • Popular

কূটনৈতিক উৎকর্ষের স্বীকৃতি পেলেন ঢাকায় নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত

রেলওয়ের কর্মীদের কর্মবিরতির ডাক

মোদি-ট্রাম্প ফোনালাপ, কৌশলগত অংশীদারত্ব এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি

একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না ইসলামী আন্দোলন ও বিএনপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সাত কলেজ

এবার চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপি মহাসচিব

মধ্যরাতে ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৫

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ইতিবাচক সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা 

জি এম কাদেরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নদী ব্যবস্থাপনা নিয়ে ঢাকা-বেইজিং সমঝোতা স্মারক নবায়ন হবে

১০
রেলওয়ের কর্মীদের কর্মবিরতির ডাক
দাবি আদায়ে সারা দেশে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে সোমবার দিবাগত মধ্যরাতের
একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না ইসলামী আন্দোলন ও বিএনপি
ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে বিএনপির মহাসচিবের বৈঠকে তাঁরা ‘ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো পরস্পর আঘাত করে কথা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সাত কলেজ
ঢাকার বড় সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীন থাকছে না। এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে
এবার চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপি মহাসচিব
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'