দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির পর তিন-চার দিনের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে। একথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বুধবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান।
তিনি জানান, নতুন বিচারকদের নিয়োগের ফলে ট্রাইব্যুনালে বিচার শুরুর অগ্রগতি হবে। প্রসিকিউশন ও তদন্ত সংস্থা বিশ্বাসযোগ্য মামলা উপস্থাপনের জন্য প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে।
শেখ হাসিনার বিচার সংক্রান্ত প্রশ্নে আসিফ নজরুল বলেন, অনুপস্থিত ব্যক্তির বিচারের বিধান রয়েছে এবং প্রত্যাপণের জন্য চিঠি লেখার সম্ভাবনাও আছে।
আইনজীবীদের বিচারকদের অপসারণের দাবির প্রসঙ্গে তিনি বলেন, এটি সরকারের সিদ্ধান্ত নয়। গণতান্ত্রিক দেশের হিসেবে ছাত্র-জনতার মতামতের প্রতি শ্রদ্ধা জানানো উচিত।
তিনি উল্লেখ করেন, সুপ্রিম কোর্ট একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এবং তারা নিজস্ব সিদ্ধান্ত নেবে।
Comments