শনিবার, ০৪ মে, ২০২৪
Saturday, 04 May, 2024

শরীয়তপুর ও দিনাজপুরে হিটস্ট্রোকে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম
  21 Apr 2024, 20:35
শরীয়তপুর ও দিনাজপুরে হিটস্ট্রোকে ৩ জনের মৃত্যু...................................ছবি: সংগৃহীত

শরীয়তপুর সদরে তীব্র দাবদাহে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হারুন চৌকিদার (৪৩) নামে অটো রিকশাচালকের মৃত্যু হয়েছে। রোববার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে জেলা পরিষদের সামনে অটো রিকশার গ্যারেজে তার মৃত্যু হয়। এ ছাড়া, দিনাজপুরের ফুলবাড়ীতে প্রচণ্ড তাপপ্রবাহে হিটস্ট্রোকে দুই জনের মৃত্যু হয়েছে। 

মৃতরা হলেন- ফুলবাড়ী পৌর এলাকার চকসাবাজপুর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে সাবেক পৌর কাউন্সিলর মোতাহার আলী (৫৮) অপর জন যশোর কোতোয়ালি থানা এলাকার রাজারহাট গ্রামের ট্রাক চালক বিল্লাল হোসেন (৫২)। 

নিহত মোতাহার হোসেনের ছেলে সানজিদ আহম্মেদ সুইট বলেন, হঠাৎ করে শনিবার (২০ এপ্রিল) সকালে আমার বাবার শরীরে জ্বর আক্রান্ত করে। বাসাতে প্রাথমিক ট্রিটমেন্ট নেওয়ার সময় নিয়ে বিকেলে আমার বাবা বেশি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে ট্রাকমালিক সোহরাব হোসেন বলেন, যশোর থেকে পাথরের ডাষ্টের ভাড়া আনতে বড়পুকুরিয়া এলাকায় যান ট্রাক চালক বিল্লাল হোসেন। শনিবার রাত ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শুনেছি স্ট্রোক করে ড্রাইভার বিল্লালের মৃত্যু হয়েছে।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, স্থানীয়রা ট্রাকচালক বিল্লাল হোসেনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার পালস পাওয়া যাচ্ছিল না। এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। সাবেক পৌর কাউন্সিলর মোতাহার আলীরও মৃত্যু একই কারণে হয়েছে।

অন্যদিকে শরীয়তপুর সংবাদদাতা জানান, দুপুরের দিকে ডিসি অফিসের সামনে হারুনের অটোরিকশার সামনের চাকায় ত্রুটি দেখা দেয়। সেখান থেকে তিনি অটোরিকশা নিজে ঠেলে জেলা পরিষদের সামনের অটোরিকশার গ্যারেজে মেরামত করাতে নিয়ে আসেন। সেখানে তিনি অটোরিকশার চাকা নিজে খুলতে থাকেন। কাজ করতে করতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে তিনি মারা যান।

এ বিষয়ে হারুনের চাচাত ভাই অ্যাডভোকেট শামসুজ্জামান সেকেন্দার বলেন, হারুন তীব্র গরমের মধ্যে কাজ করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিতে নিতে তার মৃত্যু হয়। তার কোনও রোগ ছিল না।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাবিকুন নাহার বলেন, অতিরিক্ত গরমে কাজ করার ফলে হিটস্ট্রোকে তার মৃত্যু  হয়েছে।  

আবহাওয়া অফিস সূত্র জানায়, গত কয়েক দিন ধরে শরীয়তপুর জেলার ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

Comments

  • Latest
  • Popular

আন্তর্জাতিক খনি নিরাপত্তা দিবস: খনি শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত প্রয়োজন

যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধিদলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন, সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা

রাতে আজও বৃষ্টির সম্ভাবনা

রিকশাচালকদের ছাতা দিলেন ডিএনসিসির মেয়র

১৮০ দেশের মধ্যে বাংলাদেশ ১৬৫তম, পিছিয়েছে দুইধাপ

সপ্তাহের ব্যবধানে বেড়েছে যেসব পণ্যের দাম

সাংবাদিককে হুমকি, হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মিলার

খান্নার ধর্মান্তরিত হয়ে ফিরে আসা নিয়ে তোলপাড়

মাওলানা মামুনুল হক কারামুক্ত

১০ টাকায় টিকিটি কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী

১০
রাতে আজও বৃষ্টির সম্ভাবনা
গতকালের মতো আজও (শুক্রবার, ৩ মে) রাতে রাজধানীয় ঢাকায় নামতে পারে ঝুম বৃষ্টি। মার্কিন আবহাওয়া
রিকশাচালকদের ছাতা দিলেন ডিএনসিসির মেয়র
তাপপ্রবাহের তীব্রতা থেকে রক্ষায় রিকশাচালকদের মাঝে ছাতা, পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ করেছেন ঢাকা
১৮০ দেশের মধ্যে বাংলাদেশ ১৬৫তম, পিছিয়েছে দুইধাপ
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকের ২০২৪ সংস্করণ প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। এ সূচকে গত বছরের
মাওলানা মামুনুল হক কারামুক্ত
হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার (৩ মে)
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'