মঙ্গলবার, ০৩ অক্টোবর, ২০২৩

মুহাম্মদ জুলকার নাইন আলজেরিয়ায় নতুন রাষ্ট্রদূত নিযুক্ত

কূটনৈতিক প্রতিবেদক
|  ১৯ ডিসেম্বর ২০২০, ০০:৩৭
আলজেরিয়ায় নবনিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নাইন। ছবি: সংগৃহীত।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ডেপুটি হাই কমিশনার পদে কর্মরত মুহাম্মদ জুলকার নাইনকে আলজেরিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।

শুক্রবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত মুহাম্মদ জুলকার নাইন পররাষ্ট্র সার্ভিস বং বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের ১৭ তম ব্যাচের একজন কর্মকর্তা।

কূটনৈতিক জীবনে জুলকার নাইন ওয়াশিংটন ডিসি, সিওল এবং বার্মিংহামে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন উইংয়ে দায়িত্ব পালন করেছেন।

তিনি মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে কূটনীতি ও বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।