শুক্রবার, ১৭ মে, ২০২৪
Friday, 17 May, 2024

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া

ঢাকা ডিপ্লোমেট ডেস্ক:
  02 May 2024, 11:21
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া...................................ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

বুধবার (১ মে) বোগোটায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক জনসভায় দেয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

ইসরায়েলের রাষ্ট্রপ্রধানকে গণহত্যাকারী উল্লেখ করে পেত্রো জানান, কলম্বিয়া বৃহস্পতিবার (২ মে) ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে। 

লোকভর্তি জনসমাগমস্থলে পেত্রো তার ঘোষণায় বলেন, ‘আপনাদের সামনে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ঘোষণা দিচ্ছেন যে, বৃহস্পতিবার আমরা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কগুলো ছিন্ন করব...।

তিনি বলেন, গাজার এমন পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না।

এর আগে ফেব্রুয়ারিতে গাজায় খাদ্য সহায়তার জন্য লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর পরে কলম্বিয়া ইসরায়েল থেকে অস্ত্র ক্রয় স্থগিত করে।

গুস্তাভো পেত্রো গাজায় ইসরায়েলের হামলার পর থেকে প্রতিবাদে সরব ছিলেন। চলমান ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের চরম বিরোধী তিনি। এ সম্পর্কে পেত্রো বিভিন্ন সময় তার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের নেতাদের কঠোর শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। এ কাজ সহজ করতে অন্যান্য দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্টের এমন ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ অভিযোগ করে বলেছেন, পেত্রোর এই ঘোষণা ‘ইহুদিবিদ্বেষী ও ঘৃণায় পরিপূর্ণ’। তার এ পদক্ষেপ হামাসের জন্য পুরস্কার।

Comments

  • Latest
  • Popular

নাইজেরিয়ার মসজিদে আগুন দিয়েছে সন্ত্রাসীরা, ১১ মুসুল্লি নিহত

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

‘বিশ্ব তথ্য সমাজ দিবস’ আজ

বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষের নির্দেশ

রাফায় ইসরায়েলি হামলা, বাস্তুচ্যুত ৬ লাখ মানুষ

দেশকে আরো এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই: পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ.লীগের কর্মসূচি

মমতা-অমিত বাকযুদ্ধে ভোটের মাঠে উত্তাপ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারির সাক্ষাৎ

রসুনের দাম কেজিতে ১০০ টাকা বাড়ল!

১০
নাইজেরিয়ার মসজিদে আগুন দিয়েছে সন্ত্রাসীরা, ১১ মুসুল্লি নিহত
নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে অগ্নিসংযোগ করেছে মন্ত্রাসী। এ আগুনে পুড়ে ১১ মুসল্লি নিহত হয়েছেন। নির্মম
রাফায় ইসরায়েলি হামলা, বাস্তুচ্যুত ৬ লাখ মানুষ
সাত মাস ধরে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ফিলিস্তিনের গাজার বেশির ভাগ এলাকাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
মমতা-অমিত বাকযুদ্ধে ভোটের মাঠে উত্তাপ
ভারতে ভোটের মাঠে উত্তাপ। এরই মধ্যে হয়ে গেছে চতুর্থ দফার ভোট। বাকি আছে আরও তিন
গেটস ফাউন্ডেশনে থাকছেন না মেলিন্ডা গেটস
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে বিদায় নিচ্ছেন মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। দাতব্য সংস্থাটির কো–চেয়ারের পদ
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'