রোববার, ১২ মে, ২০২৪
Sunday, 12 May, 2024

মস্কোয় হামলা: ৪ জনের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদের’ অভিযোগ আনল রাশিয়া

ঢাকা ডিপ্লোমেট ডেস্ক:
  25 Mar 2024, 11:29
মস্কোয় হামলা: ৪ জনের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদের’ অভিযোগ আনল রাশিয়া.................................ছবি: সংগৃহীত

ক্রোকাস সিটি হলের কনসার্টে হামলার ঘটনায় আটকদের রোববার মস্কোর একটি আদালতে তোলা হয়

মস্কোর একটি কনসার্ট হলে বন্দুকধারীদের হামলার ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডে জড়িত থাকার আনুষ্ঠানিক অভিযোগ এনেছে রাশিয়া।

সোমবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত চারজন হলেন- দালর্দজন মিরজোয়েভ, সাইদাকরামি মুরোদালি রাচাবালিজোদা, সামসিদিন ফারিদুনি এবং মোহাম্মদসোবির ফায়জোভ।

রোববার (২৪ মার্চ) তাদেরকে মারাত্মক আহত অবস্থায় মস্কোর একটি আদালতে তোলা হয়। এরমধ্যে দুজনের ছবিও প্রকাশ করা হয়েছে।

ছবি প্রকাশ করা দুজনের একজন মিরজোয়েভ তাজিকিস্তানের নাগরিক। আর অন্যজন রাচাবালিজোদার জাতীয়তা সম্পর্কে কিছু জানা যায়নি। ফারিদুনি ও ফায়জোভের জাতীয়তা সম্পর্কেও জানা যায়নি।

টেলিগ্রামে আদালতের বিবৃতিতে বলা হয়েছে, ‘মিরজোয়েভ তাজিকিস্তানের নাগরিক এবং পুরোপুরি তার দোষ স্বীকার করেছেন’। রাচাবালিজোদাও ‘অপরাধ স্বীকার করেছেন’, বিবৃতিতে বলা হয়েছে।

আদালত আরও জানিয়েছে, চারজনকে কমপক্ষে ২২ মে পর্যন্ত প্রাক-ট্রায়াল আটক রাখা হবে।

রুশ সংবাদমাধ্যম আরটি বলছে, রক ব্যান্ড ‘পিকনিক’র একটি কনসার্টের ঠিক আগে ২২ মার্চ সন্ধ্যায় একদল বন্দুকধারী ক্রোকাস সিটি হলে হামলা চালায়। আনুমানিক ছয় হাজার মানুষের ধারণক্ষমতার ভেন্যুটি প্রায় পূর্ণ ছিল।

সন্ত্রাসীরা প্রথমে নিরাপত্তারক্ষীদের হত্যা করে, এরপর দর্শনার্থীদের ওপর গুলি চালায় এবং তারপরে আগুন দিতে শুরু করে, যা দ্রুত ভবনের মধ্যে ছড়িয়ে পড়ে।

রাশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, নৃশংস এ হামলায় ১৩৭ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছে।

গত দুই দশকের মধ্যে রাশিয়ায় সবচেয়ে প্রাণঘাতী হামলা এটি। এ ঘটনাকে ‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

হামলার পরপরই এর দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস) বলেছে, খোরসানে ইসলামিক স্টেট বা আইএস-কে এই হামলা চালিয়েছে।

আইএস পরে কনসার্ট হলের ভিতরে ভিড়ের ওপর হামলাকারীদের গুলি করার গ্রাফিক ফুটেজ প্রকাশ করে। বিবিসি ভিডিওটি প্রকৃত বলে যাচাই করেছে।

তবে রুশ কর্তৃপক্ষ মস্কোর কনসার্ট হলে হামলার পেছনে ইউক্রেনের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেছে। যদিও কোনো তথ্য–প্রমাণ উপস্থাপন করা হয়নি। মস্কোর এমন অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন।

Comments

  • Latest
  • Popular

নার্সদের দক্ষ করতে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া জরুরি

রাজনীতিতে পরিত্যক্ত মানুষগুলোর আওয়াজই বড়: পররাষ্ট্রমন্ত্রী

দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান প্রধানমন্ত্রীর

আরও বাড়লো স্বর্ণের দাম

ঈদুল আজহায় ছুটি মিলবে যতদিন

পরীমণির মেয়ের জন্য বিশেষ আয়োজন

গাজায় ইসরায়েলি হামলায় ৫০০ মসজিদ ধ্বংস

রাজনীতিবিদ হায়দার আকবর খান রনো আর নেই

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ রোববার

শেষ ওভারের রোমাঞ্চে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়

১০
গাজায় ইসরায়েলি হামলায় ৫০০ মসজিদ ধ্বংস
গাজায় টানা সাত মাসের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৫
মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর
প্রবাসীদের সুখবর দিল মালয়েশিয়ার হাইকমিশন। এ দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য পেনাং ও জোহরবারু প্রদেশে পোস্ট
রাফায় ইসরায়েলের হামলা
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাত মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলা বন্ধে দুপক্ষের যুদ্ধবিরতির আলোচনা
তামিলনাড়ুতে বিস্ফোরণে প্রাণহানি ৮
ভারতের তামিলনাড়ুতে আতশবাজির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'