প্রায় তিন হাজার ইঞ্জিনিয়ার এবং কর্মী এক বছর পাঁচ মাস বেতন ছাড়াই কাজ করছেন চন্দ্রযান উৎক্ষেপণে

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ১১:১২ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ভারতের ‘চন্দ্রযান-৩’-এর সফল উৎক্ষেপণ

 প্রায় তিন হাজার ইঞ্জিনিয়ার এবং কর্মী কাজ করেন চন্দ্রযান উৎক্ষেপণ প্রচেষ্ঠায়।  কিন্তু এক বছর পাঁচ মাস বেতন মিলেনি ।  তবু  কাজ করে গিয়েছেন তাঁরা। 

প্রায় তিন বছরের   পরিশ্রমের শেষে সাফল্য ধরা দিয়েছে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে গত শুক্রবার ‘চন্দ্রযান-৩’-এর উৎক্ষেপন সফল হয়েছে। ইসরোর এই চন্দ্রাভিযানে বিজ্ঞানীদের পাশাপাশি পরিশ্রম করেছেন প্রচুর মানুষ। রাঁচীর ‘হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন’ (এইচইসি) সংস্থার ইঞ্জিনিয়ার, পদস্থ অফিসার থেকে সাধারণ কর্মীরা সেই তালিকায় আছেন। যদিও গত ১৭ মাস বিনা পারিশ্রমিকেই সমস্ত কাজ করে গিয়েছেন তাঁরা। একাধিক প্রতিবেদনে প্রকাশ, বার বার কেন্দ্রের কাছে আর্জি জানানোর পরেও দেড় বছরের বেশি সময় ধরে বেতন পাচ্ছেন না কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের অধীনস্থ ওই সংস্থার ইঞ্জিনিয়ার এবং কর্মীরা। তার পরেও তাঁরা দিন রাত এক করে কাজ করে গিয়েছেন।  

 সংস্থার জয়েন্ট সেক্রেটারি তথা ইঞ্জিনিয়ার সুভাষচন্দ্র ‘চন্দ্রযান-৩’-এর সফল উৎক্ষেপণের পর উচ্ছ্বসিত। কিন্তু তাঁর সহকর্মীদের পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করায় সংবাদমাধ্যম নিউজ়-১৮-কে সুভাষ জানান, এটা সত্য যে, কর্মীরা আর্থিক সমস্যায় রয়েছেন। কিন্তু তার পরেও শুক্রবার থেকে সবাই ভীষণ আনন্দিত।  

সূত্র: আনন্দবাজার অনলাইন ডেস্ক ১৭ জুলাই ২০২৩।

Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'