পাকিস্তানে বাংলাদেশের নতুন হাইকমিশনার রুহুল আলম সিদ্দিক
প্রকাশ : ২১ জুলাই ২০২০, ১৪:২৮ | অনলাইন সংস্করণ
পাকিস্তানে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন রুহুল আলম সিদ্দিক। তিনি এর আগে পতুর্গালের লিসবনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রুহুল আলম সিদ্দিক বিসিএস পররাষ্ট্র ক্যাডারের একাদশ ব্যাচের কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে স্নাতকোত্তর তিনি।
২০১৬ সাল থেকে পর্তুগালের লিসবনে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন রুহুল আলম সিদ্দিক। এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগ) ছিলেন।
দিল্লী, করাচি, বার্লিন ও সিঙ্গাপুরে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এই কূটনীতিক।