সমুদ্র অর্থনীতি নিয়ে মন্ত্রী পর্যায়ের সম্মেলন কাল শুরু হচ্ছে ঢাকায়

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৬ | অনলাইন সংস্করণ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা ডিপ্লোম্যাট ডট কম

তৃতীয় আইওআরএ সমুদ্র অর্থনীতি মন্ত্রী পর্যায়ের সম্মেলন আগামীকাল বুধবার শুরু হতে যাচ্ছে ঢাকায়। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)’এর ২২ সদস্য রাষ্ট্রের মন্ত্রী পর্যায়ের দুই দিনের এ সম্মেলনের দ্বিতীয় পর্ব  ৫ সেপ্টেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বুধবার ঢাকায় ইন্টারকন্টিনেন্টালে সম্মেলনের প্রথম পর্বে  শক্তিশালী সমুদ্র অর্থনীতি গড়ে তোলার উপায় নিয়ে আইওআরএ’র সদস্যদেশগুলো থেকে আসা বিশেষজ্ঞ প্রতিনিধিরা আলোচনা করবেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

আইওআরএ’র সদস্য দেশগুলো হলোঃ অস্ট্রেলিয়া,বাংলাদেশ,কমোরোস,ভারত,ইন্দোনেশিয়া,ইরান,কেনিয়া,মাদাগাস্কার,মালয়েশিয়া,মালদবীপ,মরিশাস,মোজাম্বিক,ওমান,সিশিলি,সিঙ্গাপুর,সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা,শ্রীলঙ্কা,তাঞ্জানিয়া,থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমীরাত।এছাড়া সম্মেলনে সংলাপ সহযোগী হিসেবে চীন, মিশর, ফ্রান্স, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক,ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

 

Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'