ফ্রান্সে নতুন রাষ্ট্রদূত খন্দকার এম তালহা

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২১, ১২:২৬ | অনলাইন সংস্করণ

  কূটনৈতিক প্রতিবেদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অণু বিভাগ) খন্দকার এম তালহাকে সরকার ফ্রান্সে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

 

বৃহস্পতিবার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিএসএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের এই কর্মকর্তা এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রাচারপ্রধানের দায়িত্ব পালন করেছেন।

 

কূটনীতিক হিসেবে তিনি নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং লন্ডন ও তেহরানে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

 

খন্দকার এম তালহা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

 

পরবর্তীকালে তিনি অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে পররাষ্ট্র ও বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত খন্দকার এম তালহা এক মেয়ে ও দুই ছেলের বাবা।

Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'