২০ দিনে ১৪ হাজার কোটি টাকা ছাড়াল প্রবাসী আয়

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩, ২২:৩১ | অনলাইন সংস্করণ

নতুন বছরের প্রথম মাসের প্রথম ২০ দিনে ১৩১ কো‌টি ৫২ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১০৭ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৪ হাজার ৭২ কোটি ৬৪ লাখ টাকা।
 
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
 
জানা গেছে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৯ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ কোটি ৯১ লাখ মার্কিন ডলার।
 
এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ৫০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫০ লাখ মার্কিন ডলার।
 
গত ডিসেম্বরে প্রবাসীরা ১৬৯ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার পাঠিয়েছিলেন। বাংলাদেশি মুদ্রায় যা ১৮ হাজার ১৮৬ কোটি টাকা।
 
উল্লেখ্য, গত বছরে প্রবাসীরা দুই হাজার ১২৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি ২০৯ দশমিক ৬৩ বিলিয়ন ডলার এসেছে জুলাই মাসে।
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'