রাষ্ট্রপতির সঙ্গে ৬ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশ : ১০ এপ্রিল ২০১৯, ২১:০৫ | অনলাইন সংস্করণ

ঢাকা ডিপ্লোম্যাট ডট কম

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের পরিচয়পত্র দেন বাংলাদেশে নিযুক্ত ছয় দেশের অনাবাসিক দূত।

বুধবার এল সালভাদরের দূত আরিয়েল আন্দ্রাদে গালিন্দ, গাম্বিয়ার হাইকমিশনার জাইনাবা জাগনে, গিনির দূত ফাতোউমাতা বালদে, আর্জেন্টিনার দূত ড্যানিয়েল চুবুরু, লিথুনিয়ার জুলিয়াস প্রানেভিসিয়াস, বসনিয়া ও হার্জেগোভিনার দূত মুহামেদ সেনজিক আলাদাভাবে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দেন।

এর আগে ছয় দূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের পৃথকভাবে গার্ড অব অনার দেয়।

পরে প্রধান তথ্য কর্মকর্তা মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন,রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রদূতদের বঙ্গভবনে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ বিশ্বের সব দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপশি বহুপাক্ষিক সম্পর্ক বাড়াতে আগ্রহী।

কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি পারস্পরিক সম্ভাবনায় ক্ষেত্রসমূহে কাজে লাগাতে উদ্যোগী হওয়ার জন্য দূতদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

তিনি বাংলাদেশের পর্যটনের উজ্জ্বল সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের সবচেয়ে দীর্ঘ সৈকত এবং সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের অংশ।

আবদুল হামিদ বাংলাদেশের পর্যটন সম্ভাবনা সম্ভানাকে তুলে ধরারও আহ্বান জানান।

সাক্ষাতে দূতরা তাদের দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা চান এবং আশা করেন তাদের কর্মকালে নিজ নিজ দেশের বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।

 

Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'