গণকবর থেকে শতাধিক মরদেহ তুলে নিয়ে গেছে ইসরায়েল

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ১০:১০ | অনলাইন সংস্করণ

  ঢাকা ডিপ্লোমেট ডেস্ক:

শনিবার স্যাটেলাইট থেকে ধারণকৃত আল-শিফা হাসপাতাল ও আশপাশের এলাকা................................ছবি : এপি

আল-শিফা হাসপাতাল প্রাঙ্গণে গণকবর থেকে ইসরায়েলি বাহিনী শতাধিক মরদেহ তুলে নিয়ে গেছে বলে জানিয়েছেন গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল থাওয়াবতা।

শনিবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

ইসমাইল থাওয়াবতা বলেন, ইসরায়েলি বাহিনী আল-শিফা হাসপাতালের ভেতর মরদেহ দাফন করতে নিষেধ করেছিল। সেজন্য হাসপাতালে অনেক মরদেহ জমে যায়।

তিনি আরও বলেন, কয়েকদিন আগে কর্তৃপক্ষ হাসপাতাল প্রাঙ্গণে গণকবর খুঁড়ে সেগুলো দাফন করতে বাধ্য হয়। তবে শনিবার সকালে ইসরায়েলি বাহিনী বুলডোজার নিয়ে এসে গণকবর খুঁড়ে শতাধিক মরদেহ নিয়ে গেছে।

এদিকে ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ, জাতিগত নিধন ও মানবতার বিরুদ্ধে অপরাধ করছে বলে জানিয়েছেন হামাসের পলিটিক্যাল ব্যুরো সদস্য বাসেম নাইম।

তিনি বলেন, স্কুল, হাসপাতাল, বাড়ি-ঘর ও আশ্রয়কেন্দ্রসহ সর্বত্র বোমাবর্ষণ করছে ইসরায়েলি বাহিনী।

Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'