তালাবদ্ধ টুথপেস্ট-চকোলেট

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ২১:০১ | অনলাইন সংস্করণ

  ঢাকা ডিপ্লোমেট সংবাদদাতা:

তালাবদ্ধ টুথপেস্ট-চকোলেট..........ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সুপার শপিংমলগুলোতে এখন তালা দিয়ে রাখা হচ্ছে টুথপেস্ট, চকোলেট, ওয়াশিং পাউডার ও ডিওডোরেন্টের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো। দোকান মালিকরা দ্রব্যসামগ্রীর দাম বৃদ্ধির মধ্যে ছোটখাটো ও পরিকল্পিত বড় চুরি ঠেকাতেই এমন উদ্যোগ নিয়েছেন। এনডিটিভি। 

এসব চুরি ও সহিংসতার ঘটনা নিয়ে প্রথম উদ্বেগ প্রকাশ করে প্রধান খুচরা বিক্রেতা ওয়ালমার্ট ও টার্গেট, ওষুধ বিক্রেতা সিভিএস এবং ওয়ালগ্রিনস, গৃহনির্মাণ সামগ্রী বিক্রেতা হোম ডিপো এবং জুতা বিক্রেতা ফুট লকার। 

সম্প্রতি ডিকস স্পোর্টিং পণ্যের প্রধান নির্বাহী লরেন হোবার্ট কনফারেন্স কলে বলেন, বর্তমানে খুচরা দোকানে পরিকল্পিত অপরাধ ও চুরি গুরুতর সমস্যা। এটি অনেক খুচরা বিক্রেতার ওপর বিরূপ প্রভাব ফেলছে।

Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'