ফিলিস্তিনিদের খাদ্য সহায়তা বন্ধ করছে জাতিসংঘ

প্রকাশ : ০৮ মে ২০২৩, ২০:০৭ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

তীব্র তহবিল ঘাটতির কথা জানিয়ে ২ লাখের বেশি ফিলিস্তিনিকে সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। আগামী জুন থেকেই তা কার্যকর হতে যাচ্ছে।

অঞ্চলটিতে নিযুক্ত ফিলিস্তিনি বিষয়ক কর্মকর্তারা জানান, ফিলিস্তিনিদের জন্য পর্যাপ্ত সহায়তা না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংখ্যা ডব্লিউএফপির পক্ষ থেকে সহায়তা পাওয়া ফিলিস্তিনিদের ৬০ শতাংশ।

জেরুজালেম ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর সামের আবদেলজাবের জানান, তীব্র তহবিলের কারণে একটা দুঃখজনক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সংস্থাটি। 

সংস্থাটির এমন পদক্ষেপে সবচেয়ে বেশি ভুগতে হবে অবরুদ্ধ গাজার বাসিন্দাদের। যেখানে খাদ্য নিরাপত্তাহীনতা ও দারিদ্রের হার সবচেয়ে বেশি। তবে জাতিসংঘের এই সংস্থাটি গাজা এবং পশ্চিম তীরের ১ লাখ ৪০ হাজার দরিদ্র মানুষকে সহায়তা দেওয়া অব্যাহত রাখবে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, জাতিসংঘের এই সংস্থা দরিদ্র ফিলিস্তিনিদের জন্য প্রতি মাসে জনপ্রতি ১০ দশমিক ৩০ মার্কিন ডলার মূল্যের মাসিক ভাউচার এবং খাবারের প্যাকেট সহায়তা দিয়ে থাকে। কিন্তু সহায়তা স্থগিতের সিদ্ধান্তে উভয় কর্মসূচিই মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।

Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'