চীনকে টপকে জনসংখ্যায় শীর্ষে ভারত
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩, ১৭:১৫ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

১৯৫০ সালে জনসংখ্যার তথ্য সংগ্রহ শুরুর পর প্রথমবার সবেচেয়ে জনবহুল দেশের তালিকায় শীর্ষে পৌঁছেছে ভারত। কারণ হিসেবে দেখা হচ্ছে, চীনের জন্মহার হ্রাস পাওয়ায় ধীরে ধীরে দেশটির জনসংখ্যা কমতে শুরু করেছে।
জন্মহার বাড়াতে একাধিক পরিকল্পনা নিয়েছিল শি জিনপিং সরকার। কিন্তু এখনও আগের অবস্থানে ফিরে আসা সম্ভব হয়নি।
বুধবার (১৯ এপ্রিল) জাতিসংঘের তথ্য অনুযায়ী, চীনের বর্তমান জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লাখ। বিপরীতে ১৪২ কোটি ৮৬ লাখ ভারতের।
২০২১ সালে আদমশুমারির কথা থাকলেও প্রাণঘাতী করোনা মহামারীর কারণে তা আর হয়নি। এক্ষেত্রে দেশটিতে প্রকৃত অর্থে জনসংখ্যা কত সে সম্পর্কে সরকারি তথ্য নেই।
জাতিসংঘের পরিসংখ্যানে দেখা গেছে, ভারতের জনসংখ্যার এক চতুর্থাংশের বয়স ১৪ বছরের কম। দেশটির জনসংখ্যার ৬৮ শতাংশ ১৫ থেকে ৬৪ বছর বয়সী। যেখানে ৭ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি।