কোভিড-১৯ টীকা সংগ্রহে বাংলাদেশকে ৩০ লাখ ডলার অনুদান দিচ্ছে এডিবি

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৫ | অনলাইন সংস্করণ

  কূটনৈতিক প্রতিবেদক

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বাংলাদেশ সরকার করোনা ভাইরাসের টীকাসহ জরুরি চিকিৎসা সরবরাহের জন্য জন্য ৩০ লাখ মার্কিন ডলার অনুদান চুক্তি করেছে। মঙ্গলবার এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপান সরকার এডিবি পরিচালিত এশিয়া প্যাসিফিক ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে প্রাপ্ত অনুদান সহায়তা অর্থায়ন করছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ যথাক্রমে বাংলাদেশ ও এডিবির পক্ষ থেকে অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন। কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণে থাকলেও অর্থনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করতে জনগণকে টীকা দেয়া জরুরী অগ্রাধিকার। বাংলাদেশে কোভিড-১৯ মহামারী প্রতিরোধ ও কমাতে এডিবির পূর্ববর্তী সহায়তায় প্রায় ৬ শ’ ৩ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ও অনুদান দিয়েছে। দেশের অর্থনীতি ও জনস্বাস্থ্যের উপর কোভিড-১৯ মহামারীর প্রভাব নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে শক্তিশালী করতে গত ৭ মে এডিবি ৫০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করে।
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'