ইতালিতে পৌর মেয়রের সঙ্গে প্রবাসীদের ফুলেল শুভেচছা বিনিময়

প্রকাশ : ২০ জুন ২০২৩, ১৬:২৮ | অনলাইন সংস্করণ

  ইসমাইল হোসেন স্বপন, ইতালি

ইতালির ভেসেন্সায় নবনির্বাচিত পৌর মেয়র গিয়াকোমো পোসামাইকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা।

রোববার (১৮ জুন) দুপুরে ডেমোক্র্যাটিক পার্টির মেয়র গিয়াকোমো পোসামাই এর দাপ্তরিক কার্যালয়ে ফুলেল শুভেচছা ও সৌজন্য সাক্ষাৎ করেছে ভেসেন্সায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

ইতালিতে কর্মরত বাংলাদেশিদের কাজের প্রশংসা করে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন জানিয়েছেন মেয়র গিয়াকোমো পিসামাই। ইতালির সাথে বাংলাদেশের  অর্থনৈতিক সুসম্পর্ক রয়েছে তাতে সন্তোষ প্রকাশ করেন তিনি। ভেসেন্সায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সকল প্রকার সুযোগ সুবিধার প্রতিও তিনি গুরুত্ব দিবেন বলে আশা ব্যক্ত করেছেন। ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের দ্রুত সময়ের মধ্যে নাগরিকত্ব প্রদানে কাজ করবেন বলে অঙ্গীকার করেন মেয়র গিয়াকোমো পোসামাই।

এসময় ভেসেন্সা অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: আফিল উদ্দিন আপেল, এমদাদুল রহমান চোধুরী, হাজি তারেক, জামাল উদ্দিন, দাস নুকুল, মজিদ চোধুরী, আহমেদ হেলাল, সাংবাদিক ইসমাইল হোসেন স্বপন প্রমুখ। 

Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'