ঢাকায় রাশিয়ান হাউসের আয়োজনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৮তম বার্ষিকী উদযাপিত

প্রকাশ : ১১ মে ২০২৩, ২০:২৩ | অনলাইন সংস্করণ

  কূটনৈতিক প্রতিবেদক

এসোসিয়েশন অফ রাশিয়ান কোম্প্যাট্রিয়টস ইন বাংলাদেশ রোডিনা (মাদারল্যান্ড) এবং ঢাকায় রাশিয়ান হাউসের আয়োজনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৮তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় এক স্মরণ সভার আয়োজন করা হয়। 

স্মরণ সভার পরে অংশগ্রহণকারীরা সেন্ট জর্জের ফিতা সম্বলিত এবং অমর রেজিমেন্টের প্রতীক বহনকারী ৫০ টিরও বেশি গাড়ি এবং মোটরসাইকেলের একটি বড় শোভাযাত্রা মিরপুরের প্রধান সড়ক থেকে শুরু হয়ে নিউমার্কেটে গিয়ে শেষ হয়। ১৯৪৫ সালের বিজয়ের পতাকা এবং সোভিয়েত ইউনিয়নের পতাকার প্রতিলিপিও সেখানে ছিল। এসময় বাংলাদেশে নিযুক্ত রুশ ফেডারেশনের রাষ্ট্রদূত এক্সট্রাঅর্ডিনারি এবং প্লেনিপোটেনশিয়ারি আলেকজান্ডার ভি. মান্তিৎস্কি উপস্থিত থেকে অতিথিদের অভিনন্দন জানান এবং পূর্বপুরুষদের কৃতিত্বের স্মৃতি সংরক্ষণের গুরুত্ব এবং নাৎসিবাদের বিরুদ্ধে বিজয়ে ইউএসএসআর-এর নিষ্পত্তিমূলক ভূমিকার উপর জোর দেন। সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এসএএবি) এবং সিআইএস-বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সদস্য, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীবৃন্দ, রাশিয়ান দূতাবাসের স্টাফ এবং প্রচুর বাংলাদেশি উক্ত অনুষ্ঠানেঅংশগ্রহণ করেন।

এ উপলক্ষে রাশিয়ান কূটনৈতিক মিশনে দেয়া বিশেষ সংবর্ধনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'