দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনে অর্থ লেনদেনের প্রয়োজন নেই: দূতাবাস

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩, ২১:৫৪ | অনলাইন সংস্করণ

  কূটনৈতিক প্রতিবেদক

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়ায় ভিসা ফি ছাড়া কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন নেই বলে জানিয়েছে ঢাকার দক্ষিণ কোরিয়া দূতাবাস।

আজ বৃহস্পতিবার দূতাবাসের এক বার্তায় বাংলাদেশের সব ভিসা আবেদনকারীর উদ্দেশে এ তথ্য জানানো হয়।

দক্ষিণ কোরিয়া দূতাবাস বলেছে, ‘আমরা সব আবেদনকারীর জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত ভিসা আবেদনপ্রক্রিয়া প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ আরও বলা হয়, ‘দক্ষিণ কোরিয়ার দূতাবাস বা কোনো কোরীয় ব্যক্তি কখনোই ভিসাসংক্রান্ত কোনো উদ্দেশ্যে অর্থ চাইবে না।’

বার্তায় সতর্ক করে বলা হয়, ‘কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাসের সঙ্গে অধিভুক্ত হওয়ার দাবি করে এবং ভিসা পরিষেবা বা সহায়তার বিনিময়ে আর্থিক লেনদেনের অনুরোধ করে এমন কোনো ব্যক্তি বা সংস্থার বিষয়ে দয়া করে সতর্ক থাকুন।’

দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা বার্তায় জানানো হয়, এগুলো প্রকৃত আবেদনকারীদের থেকে সুবিধা নেওয়ার জন্য করা কোনো প্রতারণামূলক স্কিম হতে পারে।

বার্তায় আরও বলা হয়েছে, ‘যদি আপনি কোনো সন্দেহজনক কার্যকলাপ বা ব্যক্তিদের সম্মুখীন হন, অনুগ্রহ করে অবিলম্বে কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাসে জানান।’

Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'