যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শহীদুল ইসলাম
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২০:২২ | অনলাইন সংস্করণ
বিমসটেকের মহাসচিব এম শহীদুল ইসলামকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা শহীদুল কূটনৈতিক জীবনে কোলকাতা, জেনেভা ও ওয়াশিংটনে কাজ করেছেন। তিনি দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকাস ও ইউরোপ ডেস্কে মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর করা শহীদুল ইসলাম দুই সন্তানের জনক।