বাংলাদেশের সঙ্গে আরও মজবুত সম্পর্ক চায় যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ১৯:২৮ | অনলাইন সংস্করণ
কূটনৈতিক প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরও মজবুত সম্পর্ক চান দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন, সেজন্য একের পর এক দল পাঠাচ্ছেন তিনি।
বুধবার (১৯ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আসছেন- সে বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, তারা আসুক সমস্যা নেই। আমাদের গোপন করার কিছু নেই।
মন্ত্রী বলেন, আমেরিকানরা আসার আগে আপনারা বলেছেন তারা আসছে কেন? প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আরও মজবুত সম্পর্ক চান। সেজন্য একের পর এক দল পাঠাচ্ছেন, কীভাবে এ সম্পর্ক মজবুত করা যায়।
‘আপনারা সেখানে খালি সন্দেহ খোঁজেন। তারা আলোচনা করছে কীভাবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক মজবুত করা যায়। আমার সঙ্গে ব্লিঙ্কেনের আলোচনা হয়েছে। তিনি বলেছেন কীভাবে সম্পর্ক আরও মজবুত করা যায়। অন্য কোনো আলাপ করেননি।’ যোগ করেন মোমেন।