রাঙ্গার আসনে মনোনয়ন ফরম কিনেছেন ছাত্র সমাজের সভাপতি আল মামুন

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ২২:৩১ | অনলাইন সংস্করণ

  আফরোজা সরকার, রংপুর থেকে:

রাঙ্গার আসনে মনোনয়ন ফরম কিনেছেন ছাত্র সমাজের সভাপতি আল মামুন........................................ ছবি: সংগৃহীত

রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর সিটির আংশিক) আসনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও রংপুর জেলা জাপা সদস্য আল মামুন।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের কার্যালয় থেকে তিনি এই ফরম সংগ্রহ করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী আল-মামুন বলেন, গত ৩৭ বছরে রংপুর-১ আসনে স্থানীয় কোনো প্রার্থী না থাকায় আমি নিজেকে প্রার্থী হিসেবে উপস্থাপন করেছি।  এলাকাবাসীর দাবি।  এ আসনের স্থানীয় বাসিন্দা হিসেবে আমি নিজেকে ভাগ্যবান মনে করি কারণ এ আসনটি বরাবরই জাতীয় পার্টির শক্ত ঘাঁটি।  হুসেইন মুহম্মদ এরশাদ স্যারের প্রতি আমার ভালোবাসার কারণে আমি জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক হিসেবে ৩ বছর দায়িত্ব পালন করেছি।  ১০ বছর ভালো কাজের পর বর্তমানে কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছি।

 আল মামুন আরও বলেন, রংপুর-১ আসনে মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ তরুণ।  এই তরুণ ভোটাররাই আগামী দিনে দেশের নেতৃত্ব নির্ধারণ করবেন।  নদীভাঙন কবলিত গঙ্গাচরের মানুষ খুবই অবহেলিত।  তারা স্থানীয় এমপি চাইলে আমি তাদের সুখ-দুঃখের সঙ্গী হতে পারি।  আশা করি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের স্যার এলাকাবাসীর দাবি বিবেচনা করবেন।  আল মামুন বলেন, জিএম কাদের স্যার আমাকে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকের চূড়ান্ত মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে আমি এ আসনে বিপুল ভোটে বিজয়ী হবো, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, রংপুর-১ আসনটি গঙ্গাচড়া উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশনের (রাসিক) ১-৮ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত।  এ আসনে বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গা।

Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'