সুপ্রিম কোর্টে প্রবেশে এনআইডি বা পাসপোর্ট লাগবে

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ২২:১৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম

সুপ্রিম কোর্টে প্রবেশে এনআইডি বা পাসপোর্ট লাগবে...................................................ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টে জরুরি প্রয়োজন ছাড়া প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জরুরি প্রয়োজনে প্রবেশ করতে হলেও সঙ্গে রাখতে হবে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট। সোমবার (২০ নভেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেন।

এতে বলা হয়, 'নির্দেশিত হয়ে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিনা প্রয়োজনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ না করার জন্য বলা হলো। জরুরি প্রয়োজনে কেউ প্রবেশ করলে স্ব স্ব জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট সঙ্গে রাখার জন্য বলা হলো। বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সরবরাহ করা নির্ধারিত স্টিকার ছাড়া গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হলো। অন্যথায় অবৈধ অনুপ্রবেশকারী গণ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমে বলেন, ঢাকা মহানগর আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া সুপ্রিম কোর্টের নিরাপত্তা সংক্রান্ত কমিটির সুপারিশও ছিল। তাই সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধান বিচারপতির নির্দেশনায় এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'