ভোটে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৭ লাখ সদস্য

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১৮:২৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম

ভোটে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৭ লাখ সদস্য.........................................ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তায় পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৭ লাখ ৪৭ হাজার ৩২২ জন সদস্যকে মোতায়েন করা হচ্ছে।

এদের মধ্যে- পুলিশ ও র‍্যাব সদস্য এক লাখ ৮২ হাজার, আনসার পাঁচ লাখ ১৬ হাজার, কোস্টগার্ড দুই হাজার ৩৫৫ এবং বিজিবি সদস্য ৪৬ হাজার ৮৭৬ জন। 

সোমবার নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৬ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী ভোট হবে ৭ জানুয়ারি।

রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়ন পত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

আর ভোটের প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। এ দিন থেকেই প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন। নির্বাচনী প্রচারণার শেষ হবে ৫ জানুয়ারি সকালে।

এবার ৩০০ আসনেই ভোট হবে ব্যালট পেপারে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনভিত্তিক ভোটার তালিকা আগেই চূড়ান্ত করেছে ইসি।

আসন্ন নির্বাচনে ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন, নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।

Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'