বাংলাদেশ ও রুয়ান্ডা বিমান চলাচল চুক্তি স্বাক্ষর করেছে

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩, ২২:৫৫ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ ও রুয়ান্ডা সরাসরি বিমান রুটে দুই দেশের মধ্যে মানুষ ও পণ্য পরিবহনের সুবিধার্থে বিমান চলাচল চুক্তি স্বাক্ষর করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান ও ভারতের রাজধানীতে অবস্থিত রুয়ান্ডার হাইকমিশনার নথিতে স্বাক্ষর করেন।
বিমান চলাচল চুক্তি বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও ব্যাপক অবদান রাখবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘উল্লেখ্য যে, বাংলাদেশ সরকার কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, পররাষ্ট্র অফিসের পরামর্শ এবং দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতাসহ বিভিন্ন খাতে রুয়ান্ডার সাথে সহযোগিতার উদ্যোগ নিয়েছে।’
এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ থেকে রুয়ান্ডায় দ্বিপাক্ষিক সফরের আয়োজন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনারও উদ্যোগ নেওয়া হয়েছে।

Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'