শুক্রবার জাম্বিয়া সফরে যাচ্ছেন সেনাপ্রধান

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২১, ২৩:৪৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সরকারি সফরে শুক্রবার জাম্বিয়া যাচ্ছেন। জাম্বিয়ার সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম শিকাজুইয়ের আমন্ত্রণে জেনারেল আজিজ এই সফরে যাচ্ছেন বলে বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জেনারেল আজিজ সফরে বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তিনি জাম্বিয়া সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়া তিনি জাম্বিয়ার লুসাকার আরাকান ব্যারাকে প্যারেড পরিদর্শন এবং সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

বাংলাদেশের সেনাপ্রধান জাম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং জাম্বিয়া ন্যাশনাল সার্ভিস (জেডএনএস) কমান্ড্যান্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও জোরদার এবং পারস্পারিক সহযোগিতার বিষয়েও আলোচনা করবেন। এছাড়াও জেনারেল আজিজ জাম্বিয়ার ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ পরিদর্শন এবং শিক্ষার্থী ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতা দেবেন।

সফর শেষে জেনারেল আজিজ আহমেদ আগামী ৬ মে দেশে ফিরবেন বলে জানানো হয়ে বিজ্ঞপ্তিতে।

Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'